Logo

আন্তর্জাতিক

অপারেশন সিঁদুর এখনো শেষ হয়নি, মোদির জরুরি বৈঠক

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১ মে ২০২৫, ১৪:৫৬

অপারেশন সিঁদুর এখনো শেষ হয়নি, মোদির জরুরি বৈঠক

ভারত-পাকিস্তান সীমান্তে যুদ্ধবিরতি ঘোষণার পরও থেমে থাকেনি উত্তেজনা। যুদ্ধবিরতি ভেঙে পাকিস্তান ফের গুলিবর্ষণ ও ড্রোন হামলা চালিয়েছে- এমন অভিযোগ করেছে ভারত । এমন পরিস্থিতিতে নতুন করে প্রতিক্রিয়া জানিয়ে দিল ভারতের বিমানবাহিনী—‘অপারেশন সিঁদুর’ এখনো শেষ হয়নি।

রোববার (১১ মে) ভারতীয় একটি সংবাদমাধ্যম জানায়, যুদ্ধবিরতির কয়েক ঘণ্টা পরই কাশ্মীর সীমান্তে ফের গুলি চালায় পাকিস্তান সেনাবাহিনী। ভারতও পাল্টা জবাব দেয়। কিন্তু পাকিস্তান বরাবরের মতোই দায় অস্বীকার করে ভারতের ওপরই যুদ্ধবিরতির লঙ্ঘনের অভিযোগ তোলে।

এ অবস্থায় ভারতীয় বিমানবাহিনী জানায়, জাতীয় স্বার্থে ‘অপারেশন সিঁদুর’ চালানো হয়েছে এবং তা এখনো চলমান। বিমানবাহিনী আরও অনুরোধ করেছে, ভুয়া খবর বা গুজবে কান না দিতে এবং যাচাই না করে কোনো তথ্য বিশ্বাস না করতে।

এদিকে, সীমান্ত পরিস্থিতি নিয়ে রোববার সকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন দেশটির তিন বাহিনীর প্রধান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, সেনাপ্রধান অনিল চৌহান, ও পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। যদিও বৈঠকে কী বিষয়ে আলোচনা হয়েছে, তা আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

ডিআর/বিএইচ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ভারত পাকিস্তান যুদ্ধ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর