ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি
হামলার জবাব দেওয়ার পূর্ণ স্বাধীনতা পেল ভারতীয় সেনারা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১১ মে ২০২৫, ১৮:১৫

যুদ্ধবিরতি ভঙ্গ করলে পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় সেনাবাহিনীকে পাল্টা পদক্ষেপ নেওয়ার পূর্ণ স্বাধীনতা দিয়েছেন দেশটির সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। পশ্চিম সীমান্তে অবস্থানরত সব সেনা কমান্ডারকে এ নির্দেশনা দেওয়া হয় বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।
গতকাল শনিবার সন্ধ্যায় ভারত ও পাকিস্তানের ডিরেক্টর জেনারেলস অফ মিলিটারি অপারেশন্স (ডিজিএমও) আলোচনার পর সাময়িক যুদ্ধবিরতির সিদ্ধান্ত আসে। তবে এর এক ঘণ্টা আগেই ভারতের পক্ষ থেকে সতর্ক করে বলা হয়, ভবিষ্যতে পাকিস্তানভিত্তিক যেকোনো সন্ত্রাসী হামলাকে সরাসরি যুদ্ধ ঘোষণা হিসেবে বিবেচনা করা হবে এবং উপযুক্ত জবাব দেওয়া হবে।
ভারতীয় সেনাবাহিনী এক্স (সাবেক টুইটার)-এ এক পোস্টে জানায়, ‘১০-১১ মে রাতের যুদ্ধবিরতি ও আকাশসীমা লঙ্ঘনের প্রেক্ষিতে সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী পশ্চিম সীমান্তের সেনা কমান্ডারদের সঙ্গে নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করেছেন।’
সেখানে আরও বলা হয়, ডিজিএমওর আলোচনার মাধ্যমে যে সমঝোতা হয়েছে, তা ভঙ্গ হলে কাইনেটিক প্রতিক্রিয়ার (সরাসরি সামরিক হামলা) মাধ্যমে জবাব দেওয়ার জন্য সেনাপ্রধান সংশ্লিষ্ট কমান্ডারদের পূর্ণ কর্তৃত্ব দিয়েছেন।
গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পাহেলগামে ২৬ পর্যটক হত্যার ঘটনায় পাকিস্তান জড়িত বলে জানায় ভারত। এর জবাবে ভারত অপারেশন সিন্দুর নামে সীমান্তের ওপারে, পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরে জঙ্গি ঘাঁটিতে মিসাইল হামলা চালায়।
এরপর পাকিস্তানও ভারতে হামলা চালায়। এর মাধ্যমে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠে। ভারত আবারও পাল্টা জবাবে পাকিস্তানের অভ্যন্তরে সেনা স্থাপনায় হামলা চালায়।
পরে পাকিস্তানও অপারেশন বুনইয়ান-উন-মারসুস নামে পাল্টা হামলা চালায়। এই অভিযানে ভারতও ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়। পরে যুক্তরাষ্ট্রের চেষ্টায় দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়।
ওএফ