Logo

আন্তর্জাতিক

ভারতের ৭ বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৩ মে ২০২৫, ১১:১৩

ভারতের ৭ বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল

ভারত-পাকিস্তান সীমান্তে চলমান উত্তেজনার কারণে যাত্রীদের নিরাপত্তার কথা ভেবে আজ (মঙ্গলবার) সাতটি বিমানবন্দর থেকে সব ধরনের ফ্লাইট বাতিল করেছে এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগো।

এয়ার ইন্ডিয়া জানিয়েছে, তারা জম্মু, লেহ, যোধপুর, অমৃতসর, ভুজ, জামনগর, চণ্ডীগড় এবং রাজকোটের সঙ্গে সব ফ্লাইট বাতিল করেছে।

অন্যদিকে, ইন্ডিগো বাতিল করেছে জম্মু, অমৃতসর, চণ্ডীগড়, লেহ, শ্রীনগর ও রাজকোটে সব উড়ান।

এক্স হ্যান্ডেলে দেওয়া এক পোস্টে এয়ার ইন্ডিয়া জানায়, ‘বর্তমান পরিস্থিতি বিবেচনায় এবং যাত্রীদের নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতির ওপর আমাদের নজর রয়েছে, পরবর্তী আপডেট জানানো হবে।’

ইন্ডিগোও একই রকম বার্তা দিয়ে বলেছে, ‘যাত্রীদের নিরাপত্তা আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

  • এটিআর

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

পাকিস্তান ভারত পাকিস্তান যুদ্ধ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর