গাজায় মধ্যরাতে তাণ্ডব
হাসপাতালে হামলার পর ৫১ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৪ মে ২০২৫, ০৭:৪৭
-6823f618062bc.jpg)
ছবি : আল জাজিরা
ইসরায়েলি বাহিনীর নিরবচ্ছিন্ন হামলায় রক্তাক্ত হয়ে উঠেছে গাজা। মঙ্গলবার (১৩ মে) মধ্যরাত থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় আরও কমপক্ষে ৫১ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার চিকিৎসা সূত্র। এর মধ্যে উত্তর গাজায় প্রাণ হারিয়েছেন অন্তত ৪৫ জন।
এর আগে, ইসরায়েল দক্ষিণ গাজার ইউরোপীয় ও নাসের হাসপাতাল লক্ষ্য করে বিমান হামলা চালায়। ভয়াবহ সেই হামলায় কমপক্ষে ৩০ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একজন সাংবাদিকও রয়েছেন।
গাজাজুড়ে ইসরায়েলের ধারাবাহিক হামলায় এখন পর্যন্ত ৫২ হাজার ৯০৮ ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ১৯ হাজার ৭২১ জন আহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে গাজা সরকার পরিচালিত গভর্নমেন্ট মিডিয়া অফিস জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে আরও হাজার হাজার মানুষ আটকে পড়ে আছেন, যাদের মৃত হিসেবে বিবেচনায় নিয়ে মোট নিহতের সংখ্যা ৬১ হাজার ৭০০ ছাড়িয়ে গেছে।
দীর্ঘ ১৫ মাস সামরিক অভিযানের পর যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল। তারপর প্রায় দু’মাস গাজায় কম-বেশি শান্তি বজায় ছিল; কিন্তু গাজা থেকে সেনা প্রত্যাহারের প্রশ্নে হামাসের মতানৈক্যকে কেন্দ্র করে মার্চ মাসের তৃতীয় গত সপ্তাহ থেকে ফের গাজায় বিমান হামলা শুরু করে ইসরায়েল।
জাতিসংঘের মতে, ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছিলেন। এ ছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডের অধিকাংশ অবকাঠামো ধ্বংস হয়ে গেছে।
সূত্র : আল জাজিরা
- এটিআর