Logo

আন্তর্জাতিক

আ.লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করা নিয়ে ‘সচেতন’ যুক্তরাষ্ট্র

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৪ মে ২০২৫, ১৬:৪৩

আ.লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করা নিয়ে ‘সচেতন’ যুক্তরাষ্ট্র

বাংলাদেশে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত নিয়ে কথা উঠেছে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে। বুধবার (১৪ মে) সেখানে এক প্রশ্নের জবাবে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের প্রধান উপ মুখপাত্র টমি পিগট জানিয়েছেন, তারা বিষয়টি সম্পর্কে ‘সচেতন’।

টমি পিগট বলেন, ‘অন্তর্বর্তী সরকার স্পেশাল ট্রাইব্যুনালে আওয়ামী লীগ ও এর নেতাদের বিচার শেষ না হওয়া পর্যন্ত দলটির কার্যক্রম নিষিদ্ধ করেছে—এই বিষয়ে আমরা সচেতন।’

তিনি আরও বলেন, ‘আমরা বাংলাদেশের কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষে নই। আমরা সমর্থন করি একটি মুক্ত ও গণতান্ত্রিক প্রক্রিয়া এবং সবার জন্য স্বচ্ছ ও ন্যায্য আইনি ব্যবস্থা।’

বাংলাদেশসহ বিশ্বের সব দেশকে মত প্রকাশের স্বাধীনতা, শান্তিপূর্ণ জমায়েত এবং সংগঠনের অধিকার নিশ্চিত করার আহ্বান জানান মার্কিন মুখপাত্র।

অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে উগ্রপন্থাকে উৎসাহিত করার অভিযোগ নিয়ে প্রশ্ন করা হলে টমি পিগট বলেন, ‘আমরা বাংলাদেশের সঙ্গে আমাদের ৫০ বছরের অংশীদারিত্বকে মূল্য দিই এবং অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করে এই সম্পর্ক আরও গভীর করতে চাই।’

প্রসঙ্গত, গত সোমবার অন্তর্বর্তী সরকার একটি প্রজ্ঞাপন জারি করে জানায়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার চলাকালে আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত থাকবে।

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

আওয়ামী লীগ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর