Logo

আন্তর্জাতিক

সংসদে নৃত্য করায় নিউজিল্যান্ডে ৩ এমপিকে ‘নজিরবিহীন’ শাস্তি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৫ মে ২০২৫, ০৮:২৬

সংসদে নৃত্য করায় নিউজিল্যান্ডে ৩ এমপিকে ‘নজিরবিহীন’ শাস্তি

সংসদে ‘ট্রিটি প্রিন্সিপলস’ বিল-এর কপি ছিঁড়ছেন মাওরি দলের এমপি মাইপি-ক্লার্ক | ছবি : গার্ডিয়ান

নিউজিল্যান্ডের সংসদে ‘হাকা’ (মাওরি নৃত্য) পরিবেশন করায় তিন এমপিকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। দেশটির ইতিহাসে এটিই কোনো সংসদ সদস্যদের বিরুদ্ধে দেওয়া সবচেয়ে কঠোর শাস্তি।

বৃহস্পতিবার (১৫ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে গার্ডিয়ান

প্রতিবেদনে বলা হয়, ‘তে পাতি মাওরি’ দলের দুই সহনেতা ডেবি নাগারেওয়া-প্যাকার ও রাউইরি ওয়াইতিতি এবং দলের সর্বকনিষ্ঠ সদস্য হানা-রাওয়িতি মাইপি-ক্লার্ক গত নভেম্বর মাসে বিতর্কিত ‘ট্রিটি প্রিন্সিপলস বিল’-এর প্রথম পাঠে ভোট চলাকালে সংসদে হাকা পরিবেশন করেন। এ সময় মাইপি-ক্লার্ক বিলের একটি কপি ছিঁড়ে ফেলেন। সেই দৃশ্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে বিশ্বব্যাপী আলোচনা-সমালোচনা শুরু হয়।

এ ঘটনায় সংসদের ‘প্রিভিলেজেস কমিটি’ বুধবার এক প্রতিবেদনে ডেবি ও ওয়াইতিতিকে তিন সপ্তাহ এবং মাইপি-ক্লার্ককে সাত দিনের জন্য বরখাস্ত করার সুপারিশ করে। বলা হয়, তাদের আচরণ অন্যান্য সাংসদদের প্রভাবিত করতে পারে এবং এটি সংসদের প্রতি অবমাননার শামিল।

কমিটির মতে, পূর্বেও হাকা পরিবেশনের নজির আছে, কিন্তু এবার তা ভোট প্রক্রিয়ায় বাধা দিয়েছে। এ ছাড়া একপর্যায়ে ডেবি নাগারেওয়া-প্যাকার এক এমপির দিকে হাত তুলে ‘গুলি ছোড়ার ভঙ্গি’ করেন বলে অভিযোগ ওঠে। যদিও তিনি বলেন, এটি মাওরি সংস্কৃতির অংশ ‘ওয়িরি’—যা হাকারই একটি অভিব্যক্তি।

কমিটির সভাপতি ও অ্যাটর্নি জেনারেল জুডিথ কলিন্স বলেন, আমার ২৩ বছরের সংসদজীবনে এতটা গুরুতর আচরণ আগে দেখিনি। তিনি এটিকে সংসদের ইতিহাসে সবচেয়ে কঠোর ও নজিরবিহীন শাস্তি হিসেবে উল্লেখ করেন।

বরখাস্তকালীন এই তিন এমপি সংসদের অধিবেশনে অংশ নিতে পারবেন না, বেতনও বন্ধ থাকবে। ফলে তারা আগামী সপ্তাহের বার্ষিক বাজেট আলোচনায় উপস্থিত থাকতে পারবেন না।

এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছে তে পাতি মাওরি দল। এক বিবৃতিতে তারা বলে, যখন আদিবাসীরা প্রতিরোধ করে, তখন ঔপনিবেশিক শক্তি তাদের দমন করতে কঠোরতম পথ বেছে নেয়। এটি একটি সতর্কবার্তা।

এদিকে, বিরোধী দল লেবার পার্টি সাংসদদের আচরণকে সংসদ অবমাননা বলে স্বীকার করলেও শাস্তিকে অতিরিক্ত কঠোর বলে মন্তব্য করেছে। তাদের মতে, ১-২ দিনের বরখাস্ত যথেষ্ট ছিল।

অন্যদিকে, গ্রিন পার্টি পুরো শাস্তির বিরোধিতা করে জানিয়েছে, এটি অনুপাতহীন এবং অযথা কঠিন সিদ্ধান্ত। তারা বলছে, এতে করে সংসদে মাওরি ভোটারদের প্রতিনিধিত্ব ব্যাহত হবে।

বরখাস্তকৃত এমপিরা বলেছেন, এই প্রতিবাদ ছিল তাদের সাংস্কৃতিক অধিকার ও আত্মপরিচয়ের প্রকাশ। ডেবি নাগারেওয়া-প্যাকার বলেন, আমাদের অধিকারের প্রশ্নে সংসদে হাকা ছাড়া আর কিছু বলার ছিল না।

  • এটিআর
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর