
পাকিস্তানের সঙ্গে চরম উত্তেজনার মধ্যেই তালিবান সরকারের সঙ্গে সম্পর্ক দৃঢ় করতে কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে ভারত। প্রথমবারের মতো তালিবান সরকারের কার্যনির্বাহী পররাষ্ট্রমন্ত্রী মৌলবি আমির খান মুত্তাকির সঙ্গে ফোনে কথা বললেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর।
বৃহস্পতিবার (১৫ মে) এক্স হ্যান্ডেলে জয়শংকর জানান, ‘আফগানিস্তানের কার্যনির্বাহী পররাষ্ট্রমন্ত্রী মৌলবি আমির খান মুত্তাকির সঙ্গে কথা হয়েছে। তিনি যেভাবে পাহেলগাম হামলার নিন্দা করেছেন, সেই অবস্থানের ভূয়সী প্রশংসা করেছি।’
তিনি আরও বলেন, পাকিস্তানি মিডিয়ার ছড়ানো ভুয়া খবরে ভারত-আফগান সম্পর্ক ক্ষতিগ্রস্ত করতে চাইলেও, তালিবান তা স্পষ্টভাবে নাকচ করেছে।
অন্যদিকে, তালিবানের যোগাযোগ বিভাগের প্রধান হাফিজ জিয়া আহমেদ জানান, ফোনালাপে জয়শংকরের কাছে আরও বেশি আফগান নাগরিকের জন্য ভারতীয় ভিসার আবেদন করা হয়েছে। আলোচনা হয়েছে চাবাহার বন্দর নিয়েও, যা বর্তমানে ভারত-আফগান বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি আনন্দ প্রকাশ সম্প্রতি কাবুলে গিয়ে তালিবান নেতাদের সঙ্গে বৈঠক করেন। যদিও ভারত এখনো তালিবান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি। বিশ্লেষকরা বলছেন, পাকিস্তানের হুমকি ও সংঘাতের আবহে ‘শত্রুর শত্রু’ নীতিতে তালিবানকে কাছে টেনে নিচ্ছে নয়াদিল্লি। আফগানিস্তানের ভূয়সী প্রশংসা সেই কূটনীতিরই অংশ বলে মনে করা হচ্ছে। সূত্র : সংবাদ প্রতিদিন
বিএইচ/