ট্রাম্পের অভ্যর্থনায় আমিরাতি নারীদের চুল নাচ! আসল ঘটনা কী?

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৮ মে ২০২৫, ০৮:২৫
-6829450a765cc.jpg)
ছবি : এক্সপ্রেস ট্রিবিউন উর্দু
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক আমিরাত সফরে দেখা গেছে এক অভিনব দৃশ্য।
আবুধাবির রাজপ্রাসাদ ‘কাসর আল ওয়াতান’-এ তাকে স্বাগত জানাতে অংশ নেয় সাদা পোশাক পরা আমিরাতি নারী দল। তারা খোলা চুল দুলিয়ে এক ধরনের নৃত্য পরিবেশন করে—যা মুহূর্তেই ভাইরাল হয় সামাজিক যোগাযোগমাধ্যমে।
অনেকে অবাক হয়ে জানতে চান, এমন অভ্যর্থনার নাম কী? চলুন, জেনে নেওয়া যাক তাহলে—
চুল দোলানো এই নৃত্যটির নাম ‘আল আইয়ালা’। এটি সংযুক্ত আরব আমিরাত ও উত্তর ওমানের একটি ঐতিহ্যবাহী সাংস্কৃতিক পরিবেশনা। সাধারণত অতিথিদের স্বাগত জানাতে বিয়ে বা জাতীয় উৎসবে এই নৃত্য পরিবেশন করা হয়।
নৃত্যটি মূলত এক ধরনের প্রতীকী যুদ্ধ দৃশ্যের পুনর্নির্মাণ। এতে পুরুষেরা বাঁশের লাঠি হাতে সারিবদ্ধভাবে নাচে, আর নারীরা ড্রামের তালে তালে তাদের খোলা চুল নাচিয়ে পরিবেশনায় অংশ নেয়।
এ ছাড়া ‘আল আইয়ালা’ নৃত্যকে ইউনেস্কো মানবতার অমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে। ফলে এটি শুধু আমিরাত নয়, আন্তর্জাতিক পরিসরেও একটি মর্যাদাসম্পন্ন সংস্কৃতির নিদর্শন।
সূত্র : এক্সপ্রেস ট্রিবিউন উর্দু
- এটিআর