নিউইয়র্ক
ব্রুকলিন ব্রিজে মেক্সিকান নৌবাহিনীর জাহাজের ধাক্কা, নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৮ মে ২০২৫, ১০:৪০

বিখ্যাত ব্রুকলিন ব্রিজে মেক্সিকান নৌবাহিনীর একটি প্রশিক্ষণ জাহাজ ধাক্কা দেয় /ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের বিখ্যাত ব্রুকলিন ব্রিজে মেক্সিকান নৌবাহিনীর একটি প্রশিক্ষণ জাহাজ ধাক্কা দেওয়ার ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এ সময় আরও ২০ জন আহত হয়েছেন।
শনিবার সন্ধ্যায় মেক্সিকোর নৌবাহিনীর প্রশিক্ষণ জাহাজ ‘কুয়াওতেমোক’ ব্রুকলিন ব্রিজের নিচ দিয়ে পার হওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে।
নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামস এক্স (সাবেক টুইটার) পোস্টে লেখেন, এখন পর্যন্ত ২৭৭ যাত্রীর মধ্যে ১৯ জন আহত হয়েছেন। যাদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক এবং আরও ২ জন দুঃখজনকভাবে তাদের আঘাতের কারণে মারা গেছেন।
জানা গেছে, দুর্ঘটনার সময় কিছু নাবিক মাস্তুলের ওপর অবস্থান করছিলেন। যার ফলে তাদের কয়েকজন গুরুতর আহত হন। সৌহার্দ্য সফরে থাকা জাহাজটিতে তখন ২০০ জনের বেশি যাত্রী ছিলেন।
স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে বলা হয়েছে, সংঘর্ষের আগে জাহাজটি সম্ভবত বিদ্যুৎ বিভ্রাটের শিকার হয়।
নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামসের নেতৃত্বে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, কোনো ব্যক্তি পানিতে পড়ে যাননি এবং ব্রুকলিন ব্রিজ বড় কোনো ক্ষতির শিকার হয়নি।
মার্কিন কোস্টগার্ড জানিয়েছে, জাহাজের দুটি মাস্তুলের উপরের অংশ ভেঙে গেছে। আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।
মেক্সিকান নৌবাহিনী জানিয়েছে, জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়েছে ও ঘটনার তদন্ত চলছে। নিউইয়র্ক পুলিশ বিভাগের অপারেশনের প্রধান ধারণা করছেন, যান্ত্রিক ত্রুটি ও বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ার কারণেই জাহাজটি ব্রিজের একটি স্তম্ভে ধাক্কা মারে।
মেক্সিকান নৌবাহিনী বলছে, দুর্ঘটনায় ২২ জন আহত হয়েছেন, যাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। তবে নিউইয়র্কের মেয়র আহতের মধ্যে চারজনকে গুরুতর বলে উল্লেখ করেছেন।
দুর্ঘটনার সময় বহু মানুষ জাহাজটির চলাচল দেখছিলেন। মাস্তুল ব্রিজে ধাক্কা দিলে সঙ্গে সঙ্গে অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন।
নিউইয়র্ক পুলিশ বাসিন্দাদের ব্রুকলিন ব্রিজ, ম্যানহাটনের সাউথ স্ট্রিট সিপোর্ট এবং ব্রুকলিনের ডাম্বো এলাকায় না যাওয়ার আহ্বান জানিয়েছে। এক্স (সাবেক টুইটার)-এ পুলিশ বিভাগ জানিয়েছে, ‘এই এলাকায় যানজট ও জরুরি যানবাহনের উপস্থিতি থাকবে।’
মেক্সিকান নৌবাহিনীর তথ্য অনুযায়ী, জাহাজটি ২৯৭ ফুট লম্বা ও ৪০ ফুট চওড়া। এটি ১৯৮২ সালে প্রথমবার সমুদ্রে নামে। প্রতি বছর নৌসেনাদের সামরিক ক্লাস শেষে ক্যাডেটদের প্রশিক্ষণ সমাপ্ত করার জন্য এটি সমুদ্রে পাঠানো হয়।
চলতি বছর এটি ৬ এপ্রিল মেক্সিকোর আকাপুলকো বন্দর থেকে ২৭৭ জন আরোহী নিয়ে যাত্রা শুরু করেছিল। এর চূড়ান্ত গন্তব্য ছিল আইসল্যান্ড।
ওএফ