২৫ বার বিয়ে করে শ্বশুরদের বাড়ি থেকে লক্ষ লক্ষ টাকা-গহনা লুট, নারী গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২১ মে ২০২৫, ১১:০৫
-682d5f1679092.jpg)
প্রতীকী ছবি
ভারতের রাজস্থানে অবিশ্বাস্য প্রতারণার এক কাহিনি উন্মোচিত হয়েছে। মাত্র একজন নারী, কিন্তু ২৫টি বিয়ে! উদ্দেশ্য—গরিবের ছদ্মবেশে বাড়িতে ঢুকে গহনা ও নগদ টাকা লুট। শেষমেশ পুলিশের জালে ধরা পড়েছেন এই ‘লুটেরা দুলহান’।
ভারতের রাজস্থানের সওয়াই মাধোপুর জেলার পুলিশ জানায়, অভিযুক্ত নারীর আসল নাম অনুরাধা পাসওয়ান। তবে প্রতারণার সুবিধার্থে বিভিন্ন এলাকায় ভুয়া পরিচয় দিয়ে ভাড়া বাসায় বসবাস করতেন তিনি। অনুরাধার নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে এই প্রতারণা চালিয়ে আসছিল।
প্রথমে গরিব ও অসহায় তরুণীর ভান করে অবিবাহিত যুবকদের পরিবারকে প্রভাবিত করতেন। অনুরাধার পক্ষ থেকেই ‘বিয়ের প্রস্তাব’ আসত। একাধিক সদস্য বিয়ের আয়োজনের জন্য প্রায় দুই লক্ষ রুপি হাতিয়ে নিতেন। বিয়ের পর ক’দিন শ্বশুরবাড়িতে থেকে সবাইকে ভুলিয়ে রাখতেন।
সুযোগ বুঝে একদিন খাবার বা পানীয়ের সঙ্গে চেতনানাশক মিশিয়ে পুরো বাড়িকে অচেতন করে দিতেন অনুরাধা। তারপর লুট করতেন গহনা, নগদ অর্থ ও মূল্যবান সামগ্রী। এরপর হাওয়া—কোনো সন্ধান থাকত না তার।
সর্বশেষ ঘটনায় বিষ্ণু শর্মা নামে এক যুবকের সঙ্গে বিয়ের দুই সপ্তাহের মাথায় সৌয়া লক্ষ রুপি মূল্যের স্বর্ণালংকার, ৩০ হাজার রুপি নগদ এবং একটি মোবাইল ফোন নিয়ে চম্পট দেন অনুরাধা। তবে এবার আর পার পাননি। বিষ্ণু শর্মা দ্রুত থানায় অভিযোগ করলে তদন্তে নামে পুলিশ।
অভিযুক্ত অনুরাধাকে গ্রেপ্তার করা হয়েছে। চক্রের অন্যান্য সদস্যদের খোঁজে তল্লাশি চলছে।
এ ঘটনায় ভারতজুড়ে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার নিন্দা ও নানা প্রতিক্রিয়া জানাচ্ছেন নেটিজেনরা। অনেকে বলছেন, এটি আর ১০টা প্রেমের প্রতারণা নয়, এটি একটি সুপরিকল্পিত অপরাধচক্রের কাজ। সতর্ক না হলে কেউ-ই নিরাপদ নয়।
ডিআর/বিএইচ