গ্রিসে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, ইসরায়েলেও কম্পন অনুভূত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২২ মে ২০২৫, ১২:২৮
-682ec4050591d.jpg)
ইউরোপের দেশ গ্রিসে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। বৃহস্পতিবার (২২ মে) দেশটির ক্রিট দ্বীপের উপকূলে এ কম্পন অনুভূত হয়।
জার্মান ভূতত্ত্বিক গবেষণা কেন্দ্র (জিএফজেড) জানায়, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৭৭ কিলোমিটার গভীরে ছিল। প্রাথমিকভাবে কম্পনের মাত্রা ৬.৫ ধরা হলেও পরে তা ৬.০ হিসেবে সংশোধন করা হয়।
ভূমিকম্পের তীব্র কম্পন ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী ইসরায়েলেও। ইসরায়েলের ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস জানিয়েছে, দেশটির মধ্যাঞ্চলে ভূমিকম্পের কম্পন স্পষ্টভাবে অনুভূত হয়েছে।
এখন পর্যন্ত ভূমিকম্পের কারণে কোনও ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, গ্রিস ভূমিকম্পপ্রবণ এলাকায় অবস্থিত। বিশেষ করে দক্ষিণাঞ্চল এবং আশপাশের দ্বীপগুলোতে মাঝারি থেকে শক্তিশালী মাত্রার ভূমিকম্পের ঘটনা নিয়মিত ঘটে। ২০২১ সালে ক্রিট দ্বীপেই এক ভূমিকম্পে একজন নিহত হন এবং বেশ কয়েকজন আহত হন।
সূত্র : রয়টার্স ও জেরুজালেম পোস্ট
- এটিআর