
কাশ্মীরের কিস্তওয়ার জেলায় ভারতীয় সেনাবাহিনীর গুলিতে দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ মে) সকালে জেলার সিংপোরা এলাকায় এ ঘটনা ঘটে।
ভারতীয় সেনার পক্ষ থেকে এই ঘটনাকে ‘অভিযান’ উল্লেখ করে ‘অপারেশন ত্রাসী’ নাম দেওয়া হয়েছে।
সূত্রের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম জানিয়েছে, ‘গোপন খবরের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর ৭টার দিকে অভিযান শুরু হয়। যৌথভাবে অভিযানে অংশ নেয় সেনার ১১ রাষ্ট্রীয় রাইফেলস, প্যারা স্পেশাল ফোর্স, অসম রাইফেলস এবং স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি)।’
‘অভিযানের সময় সেনা সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে সন্ত্রাসী। পাল্টা গুলিতে ঘটনাস্থলেই মারা যায় দুই সন্ত্রাসী। এখনো তাদের পরিচয় জানা যায়নি। এলাকাটি ঘিরে তল্লাশি চলছে।’
সেনারা জানিয়েছে, কাশ্মীরে জঙ্গি দমনে ‘জিরো টলারেন্স’ নীতিতে অভিযান চালানো হচ্ছে। গত দুই সপ্তাহে মোট ৮ জন ‘জঙ্গিকে’ হত্যা করা হয়েছে।
- এটিআর