Logo

আন্তর্জাতিক

ফিন্যান্সিয়াল টাইমস

লন্ডনে সালমান এফ রহমানের ছেলের ২ বিলাসবহুল ফ্ল্যাট জব্দ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৩ মে ২০২৫, ০৯:৫৬

লন্ডনে সালমান এফ রহমানের ছেলের ২ বিলাসবহুল ফ্ল্যাট জব্দ

সালমান এফ রহমানের ছেলে আহমেদ শায়ান রহমান | ছবি : সংগৃহীত

যুক্তরাজ্যে জব্দ করা হলো বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানের ছেলে আহমেদ শায়ান রহমানের নামে থাকা দুটি বিলাসবহুল ফ্ল্যাট। দেশের দুর্নীতিবিরোধী অভিযান ও বিদেশে পাচার হওয়া অর্থ উদ্ধারে চলমান অনুসন্ধানের অংশ হিসেবে ব্রিটেনের ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ) এই পদক্ষেপ নেয়।

প্রভাবশালী সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসের এক অনুসন্ধানী প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

এনসিএর বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, আদালতের ফ্রিজিং অর্ডারের ভিত্তিতে লন্ডনের ১৭ গ্রোসভেনর স্কয়ার ও উত্তর লন্ডনের গ্রেশাম গার্ডেনসের দুটি অ্যাপার্টমেন্ট জব্দ করা হয়েছে। ফ্রিজিং অর্ডার এমন একটি আদালত নির্দেশনা, যা কোনো সম্পত্তি বিক্রি বা ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, গ্রোসভেনর স্কয়ারের অ্যাপার্টমেন্টটি ২০১০ সালে ৬৫ লাখ পাউন্ডে (বাংলাদেশি টাকায় ১০৬ কোটি টাকার বেশি) কেনা হয়। আর গ্রেশাম গার্ডেনসের ফ্ল্যাটটি ২০১১ সালে ১২ লাখ পাউন্ড (১৯ কোটি টাকার বেশি) মূল্যে কেনা হয়। উভয় ফ্ল্যাট কিনে নেওয়া হয় আইল অফ ম্যান-এ নিবন্ধিত অফশোর কোম্পানির মাধ্যমে, যা কর স্বর্গ হিসেবে পরিচিত।

নথি অনুযায়ী, উত্তর লন্ডনের গ্রেশাম গার্ডেনসের ফ্ল্যাটটিতে একসময় থাকতেন শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা। তিনি যুক্তরাজ্যের লেবার পার্টির এমপি ও সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকের মা। তবে বর্তমানে তিনি সেখানে অবস্থান করছেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন ফিন্যান্সিয়াল টাইমসকে বলেন, সালমান এফ রহমান ও আহমেদ শায়ান রহমান অর্থ আত্মসাতের তদন্তে সন্দেহভাজনদের তালিকায় রয়েছেন।

এদিকে শায়ান রহমানের একজন মুখপাত্র এক বিবৃতিতে জানান, আমাদের মক্কেল জোরালোভাবে সকল অভিযোগ অস্বীকার করছেন। যুক্তরাজ্যে যদি কোনো তদন্ত হয়, তিনি পূর্ণ সহযোগিতা করবেন।

তিনি আরও বলেন, বাংলাদেশে বর্তমানে রাজনৈতিক অস্থিরতা চলছে। সেখানে শত শত ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ আনা হচ্ছে। আমরা আশা করি যুক্তরাজ্যের কর্তৃপক্ষ এসব বিবেচনায় নেবে।
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর