Logo

আন্তর্জাতিক

একযোগে ৭৮০ বন্দি মুক্তি, শান্তির বার্তা দিচ্ছে মস্কো-কিয়েভ?

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৪ মে ২০২৫, ০৯:৪৭

একযোগে ৭৮০ বন্দি মুক্তি, শান্তির বার্তা দিচ্ছে মস্কো-কিয়েভ?

ছবি : সংগৃহীত

সাড়ে তিন বছরের রক্তক্ষয়ী যুদ্ধের মধ্যে একদিনেই রেকর্ডসংখ্যক যুদ্ধবন্দি মুক্ত করেছে রাশিয়া ও ইউক্রেন। শুক্রবার দুই দেশ মিলে মোট ৭৮০ জন বন্দিকে মুক্তি দিয়েছে, যা চলমান যুদ্ধের ইতিহাসে সর্বোচ্চ।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মুক্তিপ্রাপ্তদের মধ্যে ৩৯০ জন ইউক্রেনীয় ও ৩৯০ জন রুশ নাগরিক। উভয়পক্ষই ২৭০ জন করে সামরিক সদস্য এবং ১২০ জন করে বেসামরিক নাগরিককে মুক্তি দিয়েছে।

সম্প্রতি তুরস্কে আয়োজিত এক বৈঠকের পর মুক্তির এই উদ্যোগ আসে। সেখানে দুই দেশের সরকারি প্রতিনিধিরা ৫০০ জন করে মোট ১ হাজার বন্দিকে পর্যায়ক্রমে মুক্তি দেওয়ার বিষয়ে একমত হন।

প্রথম ধাপে শুক্রবার মুক্তি পেয়েছেন ৭৮০ জন। বাকি ২২০ জনকে আজ শনিবার ও আগামীকাল রোববার মুক্তি দেওয়ার কথা রয়েছে।

মুক্তিপ্রাপ্ত ইউক্রেনীয় সেনা সদস্য ওলেক্সান্দার নেহির বলেন, আমার স্ত্রী জানত না যে আজ আমি মুক্ত হব। সে এসেছিল সাপ্তাহিক সাক্ষাতে। এসে দেখে আমি বন্দি নই, আমি মুক্ত। খুশিতে বাকরুদ্ধ হয়ে গিয়েছিল সে।

তিনি আরও বলেন, এই অনুভূতি ভাষায় বোঝানো সম্ভব নয়। আমি শুধু বলব—আস্থা হারাবেন না, আশাও নয়।

অন্যদিকে ৯ মাস আগে খেরসনে ইউক্রেনীয় বাহিনীর হাতে আটক রুশ সেনা ওলেকসান্দার তারাসোভ বলেন, আমার এখনও বিশ্বাস হচ্ছে না যে আমি মুক্ত।

এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক ও বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক বার্তায় তিনি লেখেন, মস্কো-কিয়েভের সমঝোতা একটি ভালো পদক্ষেপ। এটি কি ভবিষ্যতের বড় কোনো সুসংবাদের ইঙ্গিত দিচ্ছে?

বিশ্লেষকরা বলছেন, একে শুধুই বন্দি বিনিময় নয়—বরং যুদ্ধ অবসানের পথে বড় এক ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখা যেতে পারে। তবে এখনও চূড়ান্ত শান্তির পথে অনেক দূর যেতে হবে মস্কো ও কিয়েভকে।

  • এটিআর
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর