Logo

আন্তর্জাতিক

ঋণের চাপে বিষ খেয়ে একই পরিবারের ৭ জনের আত্মহত্যা!

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৭ মে ২০২৫, ১০:৫৯

ঋণের চাপে বিষ খেয়ে একই পরিবারের ৭ জনের আত্মহত্যা!

ভারতের হরিয়ানায় ঘটে গেছে এক হৃদয়বিদারক ঘটনা, যা দিল্লির আলোচিত বুরারি গণআত্মহত্যার কথা মনে করিয়ে দেয়। পঞ্চকুলা জেলার সেক্টর ২৭-এ বিষ খেয়ে আত্মহত্যা করেছেন একই পরিবারের সাত সদস্য। ঋণের বোঝা সইতে না পেরে এ আত্মঘাতী পদক্ষেপ—এমনটাই ধারণা পুলিশের।

সোমবার (২৬ মে) রাত সোয়া ১২টার দিকে ফাঁকা একটি জমির সামনে পার্ক করে রাখা গাড়ি থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয় প্রবীণ মিত্তল (৪২), তার স্ত্রী, তিন সন্তান (এক ছেলে ও দুই মেয়ে) ও প্রবীণের বৃদ্ধ বাবা-মাকে। 

সঙ্গে সঙ্গে তাদের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে ছয়জনকে মৃত ঘোষণা করা হয়। প্রবীণ মিত্তলকে অন্য একটি সরকারি হাসপাতালে স্থানান্তর করা হলেও চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তিনি মারা যান।

গাড়ি থেকে শিশুদের স্কুলব্যাগ, খাবার, জামাকাপড়সহ নিত্যপ্রয়োজনীয় জিনিস উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থলে ছুটে যান পঞ্চকুলার ডিসিপি হিমাদ্রি কৌশিক, ডিসিপি (ক্রাইম) অমিত দাহিয়া এবং ফরেনসিক টিম। তারা ঘটনাস্থল থেকে নানা আলামত সংগ্রহ করেছেন। নিহতদের ব্যবহৃত গাড়ির নম্বর ছিল উত্তরাখণ্ডের।

প্রবীণ মিত্তলের পরিবার পঞ্চকুলায় একটি ভাড়া বাসায় বসবাস করত। পুলিশ জানায়, তিনি সম্প্রতি দেরাদুনে একটি ট্যুর অ্যান্ড ট্রাভেলস ব্যবসা শুরু করেছিলেন, কিন্তু লোকসানে পড়ে পরিবারের বিপুল ঋণে ডুবে যান। আত্মীয়দের ধারণা, হতাশা থেকেই এই আত্মহননের পথ বেছে নিয়েছেন তারা।

সূত্র : হিন্দুস্তান টাইমস

বিএইচ/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

আত্মহত্যা ভারত

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর