-68354f044c075.jpg)
পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরকে ফিল্ড মার্শাল পদে উন্নীত করায় দেশটির সমালোচনা করলেন সর্বভারতীয় মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমীনের (এআইএমআইএম) সভাপতি ও হায়দরাবাদের সংসদ সদস্য আসাদউদ্দিন ওয়াইসি।
মঙ্গলবার (২৭ মে) হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়, ফিল্ড মার্শাল পদোন্নতির পরিপ্রেক্ষিতে শাহবাজ শরিফ সরকারের তরফ থেকে একটি ছবি প্রকাশ করা হয়, যা দাবি করা হয় ভারতের ওপর অভিযানের প্রস্তুতির প্রতিচ্ছবি। তবে পরে স্পষ্ট হয়, ছবিটি আদতে চীনের একটি সামরিক মহড়ার দৃশ্য।
এই নিয়েই ওয়াইসি কটাক্ষ করে বলেন, নকল করতেও বুদ্ধি লাগে, যেটা পাকিস্তানের শাসকদের নেই। আর এই জোকারদের দল ভারতের সাথে প্রতিযোগিতা করতে চায়!
তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যের সঙ্গে হাওয়ালা লেনদেনের মাধ্যমে পাকিস্তান ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদে অর্থায়ন করছে। তাই পাকিস্তানকে ফের এফএটিএফ-এর গ্রে লিস্টে অন্তর্ভুক্ত করা উচিত।
বিশ্লেষকদের মতে, ওয়াইসির এ বক্তব্য ভারতীয় রাজনীতির ভেতরের চাপ সামলাতে করা হলেও, এতে পাকিস্তানকে ঘিরে নতুন করে বিতর্কের ঝড় বইছে। তবে এখনো ইসলামাবাদের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।
বিএইচ/