ইসরায়েলি গণহত্যা
গাজায় নিহতের সংখ্যা ৫৪ হাজার ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৭ মে ২০২৫, ২০:১৭

বুধবার এই যুদ্ধের ৬০০তম দিন পূর্ণ হচ্ছে /ছবি : সংগৃহীত
২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের গণহত্যার উদ্দেশে চালমান অভিযানে গাজা উপত্যকায় অন্তত ৫৪ হাজার ৫৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। মঙ্গলবার ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানায়।
মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় বিভিন্ন হাসপাতাল থেকে ৭৯টি মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত হয়েছেন আরও ১৬৩ জন। ফলে চলমান হামলায় মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৩ হাজার ১২৯ জনে। বুধবার এই যুদ্ধের ৬০০তম দিন পূর্ণ হচ্ছে।
বিবৃতিতে বলা হয়, ‘অনেক মৃতদেহ এখনো ধ্বংসস্তূপের নিচে ও রাস্তায় পড়ে আছে। উদ্ধারকর্মীরা সেগুলোর কাছে পৌঁছাতে পারছেন না।’
ইসরায়েল এ বছরের জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি লঙ্ঘন করে চলতি বছরের ১৮ মার্চ থেকে ফের গাজায় হামলা শুরু করে। এরপর থেকে ইসরায়েলি বাহিনী ৩ হাজার ৯০১ জনকে হত্যা করেছে। আহত হয়েছেন ১১ হাজারের বেশি মানুষ।
এদিকে গত বছরের নভেম্বর মাসে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধের দায়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক ফৌজদারি আদালত (আইসিসি)।
ইসরায়েলের বিরুদ্ধে গাজায় পরিচালিত এই অভিযানের জন্য আন্তর্জাতিক বিচার আদালতেও (আইসিজে) গণহত্যার মামলা চলছে।
ওএফ