Logo

আন্তর্জাতিক

বিদেশি শিক্ষার্থীদের ভিসা সাক্ষাৎকার স্থগিতের নির্দেশ ট্রাম্প প্রশাসনের

Icon

নিউইয়র্ক প্রতিনিধি

প্রকাশ: ২৮ মে ২০২৫, ০৮:১০

বিদেশি শিক্ষার্থীদের ভিসা সাক্ষাৎকার স্থগিতের নির্দেশ ট্রাম্প প্রশাসনের

বিশ্বজুড়ে মার্কিন দূতাবাস ও কনস্যুলেটগুলোকে বিদেশি শিক্ষার্থীদের ভিসা সাক্ষাৎকার সাময়িকভাবে স্থগিত রাখতে নির্দেশ দিয়েছে ট্রাম্প প্রশাসন। সোশ্যাল মিডিয়া স্ক্রিনিং ও যাচাই-বাছাইয়ের প্রক্রিয়া সম্প্রসারণের প্রস্তুতির অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সময় মঙ্গলবার (২৭ মে) মার্কিন পররাষ্ট্র দপ্তরের অভ্যন্তরীণ একটি বার্তায় পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও স্বাক্ষর করে নির্দেশনা দিয়েছেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ‘এফ’, ‘এম’ ও ‘জে’ ক্যাটাগরির শিক্ষার্থী এবং বিনিময় কর্মসূচির ভিসার নতুন সাক্ষাৎকারের সময়সূচি নির্ধারণ বন্ধ রাখতে হবে।

হোয়াইট হাউসের একজন কর্মকর্তার বরাতে নিউজ ন্যাশন জানিয়েছে, সিদ্ধান্তটি কার্যকর হওয়ায় সাময়িকভাবে শিক্ষার্থী ভিসা প্রক্রিয়া বিলম্বিত হতে পারে, যার প্রভাব পড়তে পারে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক শিক্ষার্থী নির্ভর কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোর আর্থিক কাঠামোর ওপর।

পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করা হয়নি। তবে তারা জানিয়েছে, বর্তমানে শিক্ষার্থী ও বিনিময় কর্মসূচির আবেদনকারীদের যাচাই-বাছাইয়ের প্রচলিত প্রক্রিয়া পর্যালোচনা করা হচ্ছে।

এর আগেও চলতি বছরের শুরুর দিকে হাজার হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল করেছিল ট্রাম্প প্রশাসন। পরে আইসিই (ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট) সংস্থা প্রায় ১,৫০০ শিক্ষার্থীর ভিসা পুনঃনিবন্ধন করে।

গত সপ্তাহে হোমল্যান্ড সিকিউরিটি দপ্তর হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট অ্যান্ড এক্সচেঞ্জ ভিজিটর প্রোগ্রাম বাতিলের সিদ্ধান্ত নেয়, যার ফলে বিদেশি শিক্ষার্থী ভর্তি বন্ধ হওয়ার ঝুঁকি তৈরি হয়। বিষয়টি আদালতে পৌঁছালে মার্কিন জেলা বিচারক অ্যালিসন বোরাউস এই সিদ্ধান্ত অস্থায়ীভাবে স্থগিত করেন।

বিশ্লেষকরা বলছেন, স্ক্রিনিং প্রক্রিয়া জটিল ও দীর্ঘ হলে কনস্যুলার শাখার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হতে পারে। ফলে দূতাবাসগুলোকে এখন থেকে প্রতিটি আবেদন পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করে সাক্ষাৎকার নির্ধারণ করতে হবে।

এই নির্দেশনার ফলে আসন্ন শিক্ষা বর্ষে যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা নিতে ইচ্ছুক হাজারো আন্তর্জাতিক শিক্ষার্থী অনিশ্চয়তার মুখে পড়েছেন।

কেই/এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর