Logo

আন্তর্জাতিক

হজযাত্রীদের নিয়ে মৌরিতানিয়ান বিমান দুর্ঘটনার সংবাদ ভিত্তিহীন

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৮ মে ২০২৫, ০৮:১৫

হজযাত্রীদের নিয়ে মৌরিতানিয়ান বিমান দুর্ঘটনার সংবাদ ভিত্তিহীন

লোহিত সাগরের উপকূলে মৌরিতানিয়ার হজযাত্রী বহনকারী একটি বিমানের দুর্ঘটনার যে খবর ছড়িয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে স্পষ্ট করেছে দেশটির কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২৭ মে) রাশিয়া টুডের আরবি সংস্করণের এক প্রতিবেদনে জানানো হয়েছে, মৌরিতানিয়ার ইসলামবিষয়ক মন্ত্রণালয়ের হজবিষয়ক পরিচালক আল-ওলি ত্বহা সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, ‘এই সংবাদ সত্য নয়, আমাদের হজযাত্রীরা সুস্থ-সবল অবস্থায় পবিত্র ভূমিতে পৌঁছেছেন।’

এ প্রসঙ্গে দেশটির এয়ারলাইন্সও একটি বিবৃতি দিয়েছে। সেখানে জানানো হয়েছে যে—গত ২৩, ২৪ ও ২৫ মে—এই তিন দিনে তারা তিনটি ফ্লাইটের মাধ্যমে সব হজযাত্রীকে নিরাপদে সৌদি আরবে পৌঁছে দিয়েছে। ফেরার ফ্লাইটগুলো ১২, ১৩ ও ১৪ জুন নির্ধারিত রয়েছে।

মৌরিতানিয়ান এয়ারলাইন্স গুজব রটনাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি দিয়েছে।

সূত্র : আরটি ও ইয়াউম সেভেন ডটকম

বিএইচ/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর