Logo

আন্তর্জাতিক

আকাশসীমা বন্ধের সময় বাড়াল ইরান

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৮ জুন ২০২৫, ০৮:১৭

আকাশসীমা বন্ধের সময় বাড়াল ইরান

ছবি : ইউরো নিউজ

ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের জেরে আকাশসীমা বন্ধের সময়সীমা বাড়িয়েছে ইরান। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা আইআরআইবির বরাত দিয়ে বুধবার (১৮ জুন) এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

আইআরআইবি জানিয়েছে, ইরান আজ স্থানীয় সময় দুপুর ২টা পর্যন্ত আকাশসীমা বন্ধ রাখবে। এর আগে, গত শুক্রবার (১৩ জুন) অনির্দিষ্টকালের জন্য আকাশসীমা বন্ধের ঘোষণা দেয় ইরান। এর পর ধাপে ধাপে সময়সীমা বৃদ্ধি করছে দেশটি।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রকাশ্য হুমকির পর প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। মঙ্গলবার (১৭ জুন) গভীর রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি লিখেছেন, ‘মর্যাদাবান হায়দারের নামে যুদ্ধ শুরু হলো।’

ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাতের মধ্যে এ ঘোষণাকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। গত বৃহস্পতিবার দিবাগত রাত থেকে শুরু হওয়া ইসরায়েলের ধারাবাহিক বিমান হামলায় এখন পর্যন্ত ইরানের ভেতরে ৪৫০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন বলে জানা গেছে। পাল্টা প্রতিক্রিয়ায় ইরানও হামলা চালিয়েছে তেল আবিব, হাইফাসহ বিভিন্ন স্থানে।

এই পরিস্থিতির মধ্যেই ট্রাম্প একাধিকবার ইরান ও খামেনিকে লক্ষ্য করে হুমকি দেন। এক পোস্টে ট্রাম্প বলেন, ‘আমরা জানি তথাকথিত সর্বোচ্চ নেতা কোথায় লুকিয়ে আছেন। তিনি খুব সহজ লক্ষ্যবস্তু। চাইলে এখনই তাকে বের করে আনতে পারি, কিন্তু তা করছি না— কমপক্ষে এই মুহূর্তে নয়।’

আরেক পোস্টে তিনি জানান, ‘আমাদের ধৈর্য ফুরিয়ে আসছে। আমরা চাই না ইরান বেসামরিক নাগরিক বা মার্কিন সেনাদের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করুক।’

এরপরই দেওয়া হয় আরেকটি পোস্ট— ‘ইরানের আকাশসীমা এখন আমাদের নিয়ন্ত্রণে।’ আর শেষ পোস্টে ট্রাম্পের সংক্ষিপ্ত বার্তা ছিল, ‘আনকন্ডিশনাল সারেন্ডার!’ (নিঃশর্ত আত্মসমর্পণ)।

এই ধারাবাহিক হুমকির জবাবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ আয়াতুল্লাহ খামেনি লেখেন, ‘সন্ত্রাসী ইহুদিবাদী শাসনব্যবস্থার বিরুদ্ধে আমাদের কঠোর জবাব দিতে হবে। আমরা ইহুদিবাদীদের কোনো দয়া দেখাব না।’

প্রসঙ্গত, ইসলামের ইতিহাসে ‘হায়দার’ নামটি হজরত আলী (রা.)-এর অন্যতম উপাধি। ইরানসহ অন্যান্য দেশের শিয়া সম্প্রদায়রা তাকে তাদের প্রথম ইমাম হিসেবে মানেন।

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ইরান-ইসরায়েল যুদ্ধ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর