গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত ৭১

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৭ জুন ২০২৫, ০৭:৪৩

গাজায় ইহুদিবাদী ইসরায়েলের নৃশংস হামলা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় অবরুদ্ধ উপত্যকাটির বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় কমপক্ষে ৭১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। শুক্রবার (২৭ জুন) সকালে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আল জাজিরা।
অন্যদিকে, গাজার সরকার পরিচালিত মিডিয়া অফিস এক বিবৃতিতে জানিয়েছে, গত চার সপ্তাহে ত্রাণ সহায়তা নিতে গিয়ে ইসরায়েলি বাহিনীর গুলিতে অন্তত ৫৪৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই সময়ে আহত হয়েছেন আরও ৪ হাজার ৬৬ জন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-সমর্থিত ‘গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (GHF)’–এর ত্রাণ বিতরণ কেন্দ্রের আশপাশে এসব হামলা সংঘটিত হয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের অভিযানের পর থেকে ইসরায়েলি আগ্রাসনে এ পর্যন্ত ৫৬ হাজার ২৫৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ১ লাখ ৩২ হাজার ৪৫৮ জন।
অপরদিকে, ৭ অক্টোবরের হামলায় ইসরায়েলে ১ হাজার ১৩৯ জন নিহত হয় এবং ২০০ জনের বেশিকে গাজায় নিয়ে যাওয়া হয়।
- এটিআর
প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন
সম্পর্কিত
পঠিত
মন্তব্য করুন