মহানবীর (সা.) কার্টুন আঁকার অভিযোগে বিক্ষোভ, তুরস্কে আটক ৪

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০১ জুলাই ২০২৫, ১২:০৮

মহানবীর (সা.) কার্টুন আঁকার অভিযোগে বিক্ষোভ মিছিল করছেন ইসলাম ধর্মাবলম্বরীরা | ছবি : এএফপি
মহানবী হজরত মুহাম্মদ (সা.) ও হজরত মুসা (আ.)-এর কার্টুন আঁকার অভিযোগে তুরস্কে চার কার্টুনিস্টকে আটক করেছে পুলিশ।
সোমবার (৩০ জুন) দেশটির ইস্তাম্বুল শহর থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
সংবাদমাধ্যমটি বলছে, সম্প্রতি তুরস্কের একটি রাজনৈতিক স্যাটায়ার সাময়িকী লেমান-এ একটি কার্টুন বা ব্যঙ্গচিত্র ছাপা হয়। সেখানে দেখা যায়, একজন মুসলিম ব্যক্তি ও একজন ইহুদি ব্যক্তি মুলাকাত করছেন। তাদের পায়ের নিচ থেকে একের পর এক বোমা পড়ছে। এ ছাড়া উভয়ের পিঠে একজোড়া করে পাখা এবং মাথার ওপর দেবদূতসুলভ আলোকচক্র আছে। ছবিটিতে মুসলিম ব্যক্তির নাম দেওয়া হয়েছে ‘মোহাম্মেদ’।
লেমানের এই সংখ্যাটি প্রকাশের সঙ্গে সঙ্গেই সামাজিক যোগাযোগমাধ্যমে কার্টুনটি ভাইরাল হয়। অভিযোগ ওঠে, হজরত মুহাম্মদ (সা.) এবং হজরত মুসাকে (আ.) ব্যঙ্গ করে কার্টুনটি আঁকা হয়েছে।
এরই প্রেক্ষিতে সোমবার তুরস্কের প্রধান পর্যটন সড়কে শত শত মানুষ বিক্ষোভ মিছিল করেন। এ সময় তারা ইসলামি শরিয়া আইন অনুসারে লেমান কর্তৃপক্ষ, সম্পাদক ও কার্টুনিস্টদের বিচারের দাবি জানান।
এদিকে, লেমান কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে তোলা অভিযোগ অস্বীকার করেছে। তারা বলছে, কার্টুনটিতে ইসলাম ধর্মের প্রবক্তা হজরত মুহাম্মদকে (সা.) ব্যঙ্গ করা হয়নি। বরং ফিলিস্তিনের গাজা উপত্যকায় মুসলিমদের ওপর চলমান অত্যাচার নিয়ে মুসলিম বিশ্বের নীরবতাকে ব্যঙ্গ করা হয়েছে।
তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়েরলিকায়া বলেছেন, এই কার্টুনটি বাকস্বাধীনতা এবং মত প্রকাশের স্বাধীনতার চরম অপব্যবহার। যারা এটি অঙ্কণ ও প্রকাশের সঙ্গে যুক্ত, তাদের সবাইকে আইনের কাছে জবাবদিহি করতে হবে।
প্রেসিডেন্ট এরদোয়ানের প্রেস সেক্রেটারি ফাহরেত্তিন আলতুন এক বিবৃতিতে বলেছেন, এই কার্টুন আমাদের বিশ্বাস এবং মূল্যবোধের ওপর ঘৃণ্য আঘাত। তুরস্কের বিচার বিষয়ক মন্ত্রণালয় ইতোমধ্যে এ ইস্যুতে তদন্তের ঘোষণা দিয়েছে।
- এটিআর