Logo

আন্তর্জাতিক

গাজায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র-সমর্থিত ত্রাণ কার্যক্রম বন্ধের দাবি ১৩০ সংস্থার

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০১ জুলাই ২০২৫, ১৬:২৫

গাজায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র-সমর্থিত ত্রাণ কার্যক্রম বন্ধের দাবি ১৩০ সংস্থার

গাজায় জিএইচএফ এর কার্যক্রম বন্ধের দাবি করেছে ১৩০টির বেশি সাহায্য সংস্থা। ছবি : সংগৃহীত

গাজায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র-সমর্থিত বিতর্কিত ‘গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন’ (জিএইচএফ)-এর কার্যক্রম বন্ধের দাবি জানিয়েছে ১৩০টিরও বেশি আন্তর্জাতিক সাহায্য সংস্থা ও এনজিও। এসব সংস্থার মধ্যে রয়েছে অক্সফাম, সেভ দ্য চিলড্রেন ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতো প্রভাবশালী সংস্থাও। খবর বিবিসি।

সংস্থাগুলো বলছে, গত মে মাসের শেষ দিক থেকে গাজায় জিএইচএফ এর কার্যক্রম শুরু হওয়ার পর থেকেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। এই সময়ের মধ্যে অন্তত ৫০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন প্রায় চার হাজার।

তাদের অভিযোগ, ফিলিস্তিনিদের জন্য বরাদ্দ ত্রাণ সংগ্রহকেন্দ্র ও লাইনে দাঁড়ানো মানুষদের লক্ষ্য করে নিয়মিত গুলি চালাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী ও মিত্র সশস্ত্র গোষ্ঠীগুলো। এতে করে মানবিক সহায়তা কার্যক্রম গভীর সংকটে পড়েছে।

তবে ইসরায়েল এসব অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছে, তারা ইচ্ছাকৃতভাবে সাধারণ নাগরিক বা ত্রাণ গ্রহণকারীদের লক্ষ্য করে গুলি চালায় না। বরং তারা দাবি করেছে, জিএইচএফ একটি নিরপেক্ষ সংস্থা, যারা হামাসের হস্তক্ষেপ এড়িয়ে সরাসরি অসহায় মানুষের কাছে ত্রাণ পৌঁছে দিচ্ছে।

অন্যদিকে মানবাধিকার সংস্থাগুলোর অভিযোগ, জিএইচএফ মূলত ইসরায়েলি সামরিক বাহিনী ও পশ্চিমা মিত্রদের একটি রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে। ফলে এটি নিরপেক্ষ বা বিশ্বাসযোগ্য কোনো ত্রাণমাধ্যম নয়।

বিভিন্ন আন্তর্জাতিক পর্যবেক্ষক বলছেন, গাজায় যুদ্ধাপরাধ ও মানবাধিকার লঙ্ঘনের পটভূমিতে এমন বিতর্কিত ত্রাণ কার্যক্রম মানবিক সংকট আরও গভীর করছে। সংস্থাগুলো আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে জিএইচএফ-এর কার্যক্রম অবিলম্বে বন্ধ এবং স্বাধীন, নিরপেক্ষ ত্রাণ বিতরণ ব্যবস্থার দাবিও জানিয়েছে।

এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গাজা ইসরায়েল

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর