Logo

আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় ফেরিডুবি : ৪ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ ৪১

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৩ জুলাই ২০২৫, ০৮:৩৮

আপডেট: ০৩ জুলাই ২০২৫, ১১:২৬

ইন্দোনেশিয়ায় ফেরিডুবি : ৪ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ ৪১

ছবি : সংগৃহীত

ইন্দোনেশিয়ার বালি উপকূলে যাত্রীবাহী একটি ফেরি ডুবে অন্তত ৪ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৪১ জন নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ইন্ডিয়া টিভি ও বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (২ জুলাই) রাতে ইন্দোনেশিয়ার পূর্ব জাভার কেতাপাং বন্দর থেকে ‘কেএমপি তুনু প্রতমা জয়া’ নামের একটি ফেরি বালির গিলিমানুক বন্দরের উদ্দেশে ছেড়ে যায়। ছেড়ে যাওয়ার আধাঘণ্টা পর হঠাৎ ফেরিটি ডুবে যায়। 

ইন্দোনেশিয়ার জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থা (বাসারনাস) জানিয়েছে, ফেরিটিতে মোট ৬৫ জন আরোহী ছিলেন। এর মধ্যে যাত্রী ৫৩ জন এবং ক্রু ১২ জন। এ ছাড়া ফেরিটিতে ২২টি যানবাহনও ছিল। 

বানিউয়াংগি জেলার পুলিশপ্রধান রামা সামতামা পুত্র জানান, দুর্ঘটনায় এখন পর্যন্ত ৪জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ২০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে অনেকেই অচেতন ছিলেন। নিখোঁজ বাকি ৪১ জনকে দ্রুত উদ্ধারের চেষ্টা চলছে।

এর আগে, চলতি বছরের মে মাসে দেশটির বেনগকুলু প্রদেশে একটি পর্যটকবাহী নৌকা ডুবে ৭ জন নিহত ও ৩৪ জন আহত হন। গত মাসেও বালির উপকূলে পর্যটকবাহী আরেকটি নৌকা উল্টে যায়।

  • এটিআর

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নিহত মরদেহ উদ্ধার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর