Logo

আন্তর্জাতিক

গাজায় ৪৮ ঘণ্টায় নিহত ৩ শতাধিক

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৪ জুলাই ২০২৫, ০৮:৩৫

গাজায় ৪৮ ঘণ্টায় নিহত ৩ শতাধিক

গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর লাগাতার হামলায় গত ৪৮ ঘণ্টায় ৩০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন অন্তত ১১৮ জন এবং আহত হয়েছেন আরও ৫৮১ জন। বৃহস্পতিবার (৩ জুলাই) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় ও সরকারি মিডিয়া অফিস এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।

সরকারি তথ্যমতে, গত ৪৮ ঘণ্টায় ইসরায়েল ২৬টি রক্তাক্ত হামলা চালিয়েছে। এসব হামলার মূল লক্ষ্য ছিল আশ্রয়কেন্দ্র, ঘনবসতিপূর্ণ বাজার, খাদ্যের সন্ধানে থাকা সাধারণ মানুষ এবং বাড়িঘর। এতে নিহত হন ৩ শতাধিক ফিলিস্তিনি। নিহতদের মধ্যে শুধু বৃহস্পতিবার ভোর থেকে অন্তত ৭৩ জন প্রাণ হারিয়েছেন। এদের মধ্যে ৩৩ জন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত বিতর্কিত ‘গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন’ (GHF) কেন্দ্রের সামনে সহায়তা নিতে এসেছিলেন।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, খাদ্যের জন্য দীর্ঘ লাইনে দাঁড়ানো মানুষের ওপর হঠাৎ করেই গুলিবর্ষণ শুরু হয়। দিগ্বিদিক ছুটতে থাকে ক্ষুধার্ত ফিলিস্তিনিরা। মেডিকেল টিম ও অ্যাম্বুলেন্স পর্যন্ত গুলির কারণে এলাকায় ঢুকতে পারেনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, কোনো ধরনের পূর্ব সতর্কতা ছাড়াই শুরু হয় গুলি। ভিডিওতে দেখা যায়, হতাহতদের উদ্ধার করারও সুযোগ ছিল না।

এদিকে মার্কিন সংবাদমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)-এর অনুসন্ধানে জানা গেছে, GHF পরিচালিত খাদ্য বিতরণ কেন্দ্রগুলোতে নিয়োজিত মার্কিন কন্ট্রাক্টররা তাণ্ডব চালাচ্ছেন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, তারা লাইভ এমুনিশন ও স্টান গ্রেনেড ব্যবহার করছে ক্ষুধার্ত জনতার ওপর।

দুই মার্কিন নিরাপত্তাকর্মী এপিকে জানান, নিয়োজিত কর্মীরা ছিল অদক্ষ, অপ্রশিক্ষিত এবং প্রায় ‘উন্মুক্ত লাইসেন্স’ পেয়েই কাজ করছিল।

GHF অবশ্য সব অভিযোগ অস্বীকার করেছে। তারা এক বিবৃতিতে দাবি করে, এপির অভিযোগ পুরোটাই ভিত্তিহীন।

  • এটিআর

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গাজা ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর