Logo

আন্তর্জাতিক

ট্রাম্প

গাজা যুদ্ধবিরতিতে হামাস কী বলবে, ২৪ ঘণ্টার মধ্যে জানা যাবে

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৪ জুলাই ২০২৫, ১১:১৭

গাজা যুদ্ধবিরতিতে হামাস কী বলবে, ২৪ ঘণ্টার মধ্যে জানা যাবে

গাজায় চলমান সংঘাত থামাতে যুদ্ধবিরতি প্রস্তাব দেওয়া হয়েছে। এই প্রস্তাবে হামাস কী প্রতিক্রিয়া জানাবে, তা ২৪ ঘণ্টার মধ্যেই জানা যাবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (৪ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, ‘এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, গাজা যুদ্ধবিরতি চুক্তি নিয়ে হামাসের অবস্থান কী—তা শিগগিরই পরিষ্কার হবে। আগামী ২৪ ঘণ্টার মধ্যেই হয়তো জানা যাবে তারা রাজি হচ্ছে কি না।’

বর্তমানে গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। অন্যদিকে কাতার ও মিসরের মধ্যস্থতায় যুদ্ধবিরতির জন্য একটি খসড়া চুক্তি তৈরি হয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে জানা গেছে। এই প্রস্তাবের ওপর হামাসের সম্মতি মিললেই চুক্তি কার্যকর হতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

  • এটিআর

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গাজা ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ ডোনাল্ড ট্রাম্প

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর