
ছবি : সংগৃহীত
ইউক্রেন প্রসঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপ আলাপ অত্যন্ত হতাশাজনক ছিল বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, ইউক্রেনে চলমান যুদ্ধ বন্ধে পুতিন আন্তরিক নন।
বৃহস্পতিবার (৩ জুলাই) পুতিনের সঙ্গে প্রায় ১ ঘণ্টার ফোনালাপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট।
ফোনালাপের পর ট্রাম্প সাংবাদিকদের বলেন, আজ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে কথোপকথনে আমি অত্যন্ত হতাশ হয়েছি, কারণ আমি মনে করি না তিনি যুদ্ধ থামাতে চাইছেন। এটা খুবই দুঃখজনক। তিনি বলেন, ইউক্রেন ইস্যুতে আমি কোনো অগ্রগতি করতে পারিনি তার সঙ্গে।
অন্যদিকে আজ শুক্রবার (৪ জুলাই) ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গেও আলাপের পরিকল্পনার কথাও জানান ট্রাম্প।
ডিআর/এএ
সূত্র: আনাদোলু