Logo

আন্তর্জাতিক

সীমান্তে ভারতীয় পৃষ্ঠপোষক ৩০ জঙ্গিকে হত্যা করেছে পাকিস্তান

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ০৪ জুলাই ২০২৫, ১৯:৩৪

সীমান্তে ভারতীয় পৃষ্ঠপোষক ৩০ জঙ্গিকে হত্যা করেছে পাকিস্তান

ছবি : জিও নিউজ

খাইবার পাকতুনখাওয়ার নর্থ ওয়াজিরিস্তান সীমান্ত দিয়ে পাকিস্তানে প্রবেশ চেষ্টার সময় সেনাবাহিনীর গুলিতে ভারত সমর্থিত অন্তত ৩০ জন সন্ত্রাসী নিহত হয়েছে বলে বিবৃতি দিয়েছে দেশটির সেনবাহিনীর আন্তঃদপ্তর সংযোগ বিভাগ (আইএসপিআর)। 

শুক্রবার (৪ জুলাই) জিও নিউজের প্রতিবেদনে আইএসপিআর'র বিবৃতিতে দেয়া এ তথ্য জানানো হয়েছে।

আইএসপিআর ওই বিবৃতিতে জানিয়েছে, সীমান্ত এলাকা হাসান খেলে ১ থেকে ২ এবং ২ থেকে ৩ জুলাই ভারতের প্রক্সি বাহিনী ‘ফিতনা আল খাওয়ারিজের’ বড় একটি সন্ত্রাসী দলকে শনাক্ত করা হয়েছিল।

এ সময় ভারতীয় প্রক্সি বাহিনী সীমান্ত পেরিয়ে পাকিস্তানে প্রবেশের চেষ্টা করলে ৩০ জনকে গুলি করে হত্যা করে সেনাবাহিনী। পরে তাদের কাছ থেকে অস্ত্র, গোলাবারুদ এবং বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়। 

পাকিস্তানের সেনা সংস্থাটি বিবৃতিতে আরও বলেছে, পাকিস্তানের সুরক্ষা বাহিনী দেশের সীমান্ত রক্ষা এবং ভারতীয় পৃষ্ঠপোষকতায় সন্ত্রাসবাদ নির্মূলে অটল ও দৃঢ়প্রতিজ্ঞ।

ইতোমধ্যে পাকিস্তানের মিডিয়া শাখার পক্ষ থেকে আফগান সরকারের কাছে ভারতীয় প্রক্সি বাহিনীর কার্যক্রম বন্ধের আহ্বান জানানো হয়েছে। 

ডিআর/এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

পাকিস্তান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর