গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবনায় আলোচনায় বসতে প্রস্তুত হামাস

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৫ জুলাই ২০২৫, ০৭:৪৮

গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে আলোচনায় বসতে ‘অবিলম্বে’ প্রস্তুতির কথা জানিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন হামাস। শনিবার (৫ জুলাই) হামাসের এক বিবৃতির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
বিবৃতিতে হামাস জানায়, তারা গাজা যুদ্ধ বন্ধে একটি প্রস্তাবনায় আলোচনার জন্য প্রস্তুত এবং দ্রুতই আলোচনা শুরু করতে চায়। একই সাথে হামাসের ঘনিষ্ঠ মিত্র ইসলামিক জিহাদও আলোচনায় অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেছে। তবে, তারা স্থায়ী যুদ্ধবিরতির নিশ্চয়তা দাবি করেছে।
গাজার অভ্যন্তরে অন্যান্য ফিলিস্তিনি রাজনৈতিক সংগঠনের সঙ্গে পরামর্শ শেষে এই ঘোষণাগুলো এসেছে। সবমিলিয়ে ফিলিস্তিনি ফ্রন্টে এখন আলোচনা-প্রক্রিয়ার প্রতি একটি সম্মিলিত প্রবণতা দেখা যাচ্ছে।
এর মধ্যেই সোমবার ওয়াশিংটন সফরে যাচ্ছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সফরের সময় গাজা যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় শান্তিপ্রক্রিয়া নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্যে দেখা যাচ্ছে, ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় এ পর্যন্ত নিহত হয়েছেন ৫৭ হাজার ২৬৮ জন ফিলিস্তিনি। আহত হয়েছেন ১ লাখ ৩৫ হাজার ৬২৫ জন।
অন্যদিকে, ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলায় ইসরায়েলে নিহত হয় ১ হাজার ১৩৯ জন এবং ২০০ জনের বেশি মানুষকে জিম্মি করে গাজায় নিয়ে যায় হামাস।
এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় অন্তত ১৩৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই সময়ে আহত হয়েছেন আরও ৬২৫ জন।
ফিলিস্তিনি পক্ষের দাবি, এই মুহূর্তে অস্ত্র বিরতি ও মানবিক সহায়তা পৌঁছানোর পথ খুলে দেওয়াই সবচেয়ে জরুরি। আন্তর্জাতিক সম্প্রদায়েরও যুদ্ধ বন্ধে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছে তারা।
- এটিআর