
ছবি : সংগৃহীত
পাকিস্তানের করাচিতে পাঁচতলা একটি ভবন ধসে পড়ে নারী ও শিশুসহ এখন পর্যন্ত ১৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ৯ জন। শুক্রবার (৫ জুলাই) সকালে করাচির লিয়ারির বাগদাদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জিও নিউজ উর্দু জানিয়েছে, স্থানীয় সময় সকাল সাড়ে ৮টার দিকে ভবনটি হঠাৎ ধসে পড়ে। মুহূর্তেই মাটির সঙ্গে মিশে যায় পুরো কাঠামো।
স্থানীয় প্রশাসন বলছে, ভবনটির নিচে ৬টি পরিবার বসবাস করতেন। প্রত্যেক তলায় ছিল ৩টি করে ফ্ল্যাট। উদ্ধারকর্মীরা জানিয়েছেন, ধ্বংসস্তূপে এখনো ২৫ থেকে ৩০ জন আটকে থাকতে পারেন।
রেসকিউ টিম জানায়, ঘটনার পরপরই ভবনটির গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। পাশের আরও দুটি ভবন ঝুঁকির মুখে থাকায় সেগুলো খালি করা হয়েছে।
স্থানীয়রা অভিযোগ করেছেন, তিন বছর আগেই ভবনটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছিল কর্তৃপক্ষ। তবে কেউ সেখানে থাকতে মানা করেনি, প্রশাসনের পক্ষ থেকেও জোরালো ব্যবস্থা নেওয়া হয়নি।
ঘটনাস্থল পরিদর্শনে এসে করাচির কমিশনার সৈয়দ হাসান নকভি বলেন, উদ্ধারে ২৪ ঘণ্টা পর্যন্ত সময় লাগতে পারে। তবে আমাদের চেষ্টা অব্যাহত আছে। যে ভবনগুলো ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত, সেসব থেকে মানুষকে স্বেচ্ছায় সরে যেতে হবে। জোর করে কাউকে ঘর থেকে বের করা আমাদের পক্ষে সম্ভব নয়।
এদিকে দক্ষিণ করাচির ডেপুটি কমিশনার জাভেদ খোসো জানান, ধসে পড়া ভবনের বাসিন্দাদের ২০২২, ২০২৩ ও ২০২৪ সালে বারবার সতর্ক নোটিশ দেওয়া হয়েছিল। তিনি আরও বলেন, লিয়ারির বিভিন্ন স্থানে চিহ্নিত ১০৭টি ঝুঁকিপূর্ণ ভবনের মধ্যে ২১টিকে অধিক ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ১৪টি ভবন ইতোমধ্যে খালি করে ফেলা হয়েছে।
- এটিআর