যুক্তরাষ্ট্রের টেক্সাসে হঠাৎ বন্যায় ২৪ জনের মৃত্যু, নিখোঁজ অনেক

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৫ জুলাই ২০২৫, ১১:২০

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে হঠাৎ বন্যায় অন্তত ২৪ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া এখন পর্যন্ত ২৫ জনেরও বেশি নিখোঁজ রয়েছে বলে জানিয়েছেন টেক্সাসের লেফটেন্যান্ট গভর্নর ড্যান প্যাট্রিক।
শুক্রবার (৪ জুলাই) টানা ভারী বর্ষণের ফলে দক্ষিণ-মধ্য টেক্সাসের গুয়াদালুপে নদীর পানি উপচে আকস্মিক এ বন্যা সৃষ্টি হয়। গভর্নর ড্যান প্যাট্রিক বলেন, ‘মাত্র ৪৫ মিনিটে গুয়াদালুপে নদীর পানি ২৬ ফুট বেড়ে যায়।’
বিবিসি বলছে, বন্যায় দেশটির জাতীয় আবহাওয়া পরিষেবা টেক্সাসের হিল কান্ট্রিতে অবস্থিত কার কাউন্টির কিছু অংশে জরুরি অবস্থা ঘোষণা করেছে। এলাকাটিতে রাতভর ৩০০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।
কারভিল শহরের প্রশাসনিক প্রধান ড্যালটন রাইস সাংবাদিকদের বলেন, ‘এই ঘটনা অত্যন্ত দ্রুত ঘটেছে, এতটাই দ্রুত যে এমনকি রাডারেও পূর্বাভাস পাওয়া যায়নি। সবকিছু ঘটেছে মাত্র দুই ঘণ্টার কম সময়ে। ফলে টেক্সাসজুড়ে স্বাধীনতা দিবসের সব উদযাপন বাতিল করা হয়েছে।’
কার কাউন্টির শেরিফ ল্যারি লেইথা জানান, মৃতের সংখ্যা প্রথমে ১৩ ছিল, পরে তা বেড়ে দাঁড়ায় ২৪-এ। পাশের কাউন্টি থেকেও একজনের মরদেহ পাওয়া গেছে। তবে সেটা বন্যাজনিত কি না, তা নিশ্চিত হয়নি।
প্যাট্রিক জানান, একটি গ্রীষ্মকালীন শিবিরে থাকা ৭০০ জনের বেশি শিশুর মধ্যে বেশকিছু শিশু এখনো নিখোঁজ। তিনি বলেন, ‘এর অর্থ এই নয় যে তারা মারা গেছে। তারা গাছে থাকতে পারে, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে থাকতে পারে।’
শিবির পরিচালক একটি বার্তায় জানান, গ্রীষ্মকালীন ছুটিতে প্রায় ৭৫০ জন শিশু ওই শিবিরে ছিল। সেখানে ‘বিপর্যয়কর মাত্রার’ বন্যা হয়েছে। বার্তায় আরও বলা হয়েছে, ‘আমাদের কাছে বিদ্যুৎ, পানি বা ওয়াই-ফাই কিছুই নেই।’
এ অবস্থায় জরুরি সহায়তা দিতে টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট রাজ্যে দুর্যোগ ঘোষণা করেছেন। উদ্ধার কাজে অংশ নিচ্ছে কোস্ট গার্ড, ফেডারেল সংস্থা ফেমা এবং অন্যান্য বাহিনী।
সূত্র : রয়টার্স ও বিবিসি