বিয়েতে যাওয়ার সময় গাড়ি উল্টে বরসহ একই পরিবারের ৮ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৫ জুলাই ২০২৫, ১২:৩২

ছবি : সংগৃহীত
ভারতের উত্তরপ্রদেশে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বরসহ একই পরিবারের আটজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরও দু’জন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।
শুক্রবার (৪ জুলাই) সকালে উত্তরপ্রদেশের সম্ভল জেলার জেওয়ানাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় পুলিশ ও ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, সম্ভলের হরগোবিন্দপুর গ্রাম থেকে বদায়ুঁ জেলার সিরতৌল গ্রামে বিয়ের জন্য রওনা হয়েছিলেন পাত্র সুরজ (২৪)। পরিবারের ৯ সদস্যকে নিয়ে একটি এসইউভি গাড়িতে করে বিয়ের আসরে যাচ্ছিলেন তিনি।
পথিমধ্যে জেওয়ানাই গ্রামের কাছে দ্রুতগতির গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি কলেজের দেয়ালে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান বর সুরজসহ তার পরিবারের পাঁচ সদস্য। আহত অবস্থায় উদ্ধার করা হয় বাকি পাঁচজনকে। পরে হাসপাতালে চিকিৎসাধীন আরও তিনজনের মৃত্যু হয়।
নিহতদের মধ্যে রয়েছেন সুরজের ভাবী আশা (২৬), আশার কন্যা ঐশ্বর্য (২), সুরজের ভাই মনোজের ছেলে বিষ্ণু (৬) এবং চাচি, ছোট ভাই-বোন ও এক ঘনিষ্ঠ আত্মীয়। আহত দু’জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের আলিগড় মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, এসইউভিটিতে যাত্রী ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি মানুষ ছিল। এটি দুর্ঘটনার অন্যতম কারণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, উত্তরপ্রদেশে অতিরিক্ত যাত্রী বহন ও দ্রুতগতির গাড়ি চালানোর কারণে এমন সড়ক দুর্ঘটনা প্রায়ই ঘটছে বলে জানায় স্থানীয় প্রশাসন।
- এটিআর