গাজায় খাদ্য সহায়তা নিতে গিয়ে ৭৪৩ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৬ জুলাই ২০২৫, ১০:৩৪

গাজায় খাদ্য সহায়তা নিতে গিয়ে ৭৪৩ ফিলিস্তিনি নিহত। ছবি : সংগৃহীত
অবরুদ্ধ গাজা উপত্যকায় খাদ্য সহায়তা নিতে গিয়ে গত কয়েক সপ্তাহে প্রাণ হারিয়েছেন অন্তত ৭৪৩ ফিলিস্তিনি। এ সময় আরও ৪ হাজার ৮৯১ জন আহত হয়েছেন।
শনিবার (৫ জুলাই) কাতালভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমর্থনে পরিচালিত বিতর্কিত সহায়তা প্রকল্প গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) কেন্দ্রে সহায়তা নিতে যাওয়া কমপক্ষে ৭৪৩ জন ফিলিস্তিনি নিহত এবং ৪ হাজার ৮৯১ জনের বেশি আহত হয়েছেন।
আল জাজিরার গাজা সিটি প্রতিনিধি হানি মাহমুদ বলেন, ‘এটা একেবারে সংক্ষিপ্ত একটি হিসাব। বাস্তবে নিহত ও আহতের সংখ্যা আরও বেশি হতে পারে। ক্ষুধার্ত পরিবারগুলো যখন বাঁচার শেষ আশায় খাদ্য নিতে আসছে, তখনই এ হামলা।’
তিনি আরও বলেন, ‘মানুষ ক্ষুধায় কাতর। অনেক মা নিজে না খেয়ে সন্তানদের জন্য খাবার তুলে রাখছেন। পরিবারগুলো খাবার বাঁচিয়ে বাঁচিয়ে খাচ্ছে। কেউ কেউ পুরো দিন না খেয়ে কাটাচ্ছেন।’
গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) প্রকল্পটি গত মে মাসের শেষ দিকে চালু হয়েছে। একাধিক প্রতিবেদনে প্রকল্পটি ব্যাপক সমালোচনার মুখে পড়েছে।
বার্তাসংস্থা এপি জানিয়েছে, গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনে (জিএইচএফ) নিয়োজিত কয়েকজন মার্কিন ঠিকাদার বলেন, তারা নিজেরাই দেখেছেন যে ‘নিরাপত্তাকর্মীরা অস্ত্র নিয়ে যেমন খুশি তেমন আচরণ করছে।’
এমবি