Logo

আন্তর্জাতিক

ইয়েমেনে বন্দর ও বিদ্যুৎকেন্দ্রে ইসরায়েলের হামলা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৭ জুলাই ২০২৫, ১০:০৬

ইয়েমেনে বন্দর ও বিদ্যুৎকেন্দ্রে ইসরায়েলের হামলা

ইয়েমেনে বন্দর ও বিদ্যুৎকেন্দ্রে ইসরায়েলের হামলা। ছবি : সংগৃহীত

ইয়েমেনের তিনটি বন্দর ও একটি বিদ্যুৎকেন্দ্রে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।

সোমবার (৭ জুলাই) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, পশ্চিমাঞ্চলীয় হুদাইদাহ, রাস ইসা ও সাইফ বন্দর এবং রাস কান্তিব বিদ্যুৎকেন্দ্রে হামলা চালানো হয়েছে। ইসরায়েলে প্রতিরক্ষামন্ত্রী কাটজ এ হামলার তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছেন।

ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে বলেন, ইয়েমেনের ভবিষ্যৎ তেহরানের মতোই হবে। যে কেউ ইসরায়েলকে আঘাতের চেষ্টা করবে, তাকে আঘাতের পাল্টা মূল্য দিতে হবে। যে কেউ ইসরায়েলের বিরুদ্ধে হাত তুলবে, তার হাত কেটে ফেলা হবে।

এ হামলার জবাবে ইয়ামেন থেকে দুটি মিসাইল ছোড়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা সে বিষয়ে জানা যায়নি।

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ইসরায়েল

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর