যুক্তরাষ্ট্রে বন্যায় ৭৮ জনের মৃত্যু, নিখোঁজ অনেক

ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ০৭ জুলাই ২০২৫, ১০:২৫
-686b4c23e1fc4.jpg)
ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে আকস্মিক বন্যায় সবশেষ ৭৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া এখনো নিখোঁজ রয়েছেন আরও ৪১ জন। খবর বিবিসি বাংলা।
শুক্রবার (৪ জুলাই) শুরু হওয়া এই বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে কেরি কাউন্টি। সেখানে ২৮ শিশুসহ ৬৮ জনের মৃত্যু হয়েছে।
এছাড়া কেরি কাউন্টির গুয়াদালুপে নদীর তীরে অবস্থিত খ্রিস্টান গার্লস ক্যাম্প ডুবে যাওয়ার ঘটনায় ১০ জন কিশোরীসহ ১ জন পরামর্শদাতা এখনও নিখোঁজ রয়েছেন। কর্মকর্তারা জানিয়েছেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
এদিকে, ওই অঞ্চলে আগামী ২৪-৪৮ ঘণ্টার মধ্যে আরও ঝড়ের পূর্বাভাস আছে এবং এর ফলে উদ্ধার তৎপরতা ব্যাহত হবার আশংকা আছে।
ইতোমধ্যে উদ্ধারকারীরা ধ্বংসস্তূপ ও কাদার মধ্যে উদ্ধার তৎপরতা চালাতে গিয়ে বিষাক্ত সাপের মুখোমুখি হয়েছেন ।
বন্যায় প্লাবিত হবার তিন দিন পর টেক্সাসে সাম্প্রতিক ইতিহাসের অন্যতম বড় এই তল্লাশি অভিযান পরিণত হয়েছে একটি উদ্ধার অভিযানে।
কেরি কাউন্টিতে যাদের উদ্ধার করা হয়েছে, এখনো তাদের মধ্যে প্রাপ্তবয়স্ক ১৮ জন ও ১০ শিশুর আনুষ্ঠানিক পরিচয় জানা যায়নি।
ডিআর/এএ