কেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভ, পুলিশের গুলিতে নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৮ জুলাই ২০২৫, ০৯:১০

রাজধানী নাইরোবিতে পার্লামেন্ট ভবন পাহারা দিচ্ছে পুলিশ | ছবি : এপি
কেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের গুলিতে অন্তত ১১ জন নিহত হয়েছেন। সোমবার (৭ জুলাই) ‘সাবা সাবা’ দিবস উপলক্ষে আয়োজিত বিক্ষোভে এই প্রাণহানির ঘটনা ঘটে। দিনটি দেশটির গণতন্ত্রপন্থী আন্দোলনের ৩৫তম বার্ষিকী।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার কেনিয়ার প্রো-ডেমোক্রেসি আন্দোলনের ৩৫ তম বার্ষিকীতে রাজধানী নাইরোবিসহ অন্তত ১৭টি অঞ্চলে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। আন্দোলনকারীরা প্রেসিডেন্ট উইলিয়াম রুটোর পদত্যাগ দাবি করে রাস্তায় নামেন। এ সময় পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার গ্যাস, জলকামান ও লাইভ গুলিবর্ষণ করে। এতে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে।
কেনিয়া পুলিশ জানায়, বিক্ষোভকালীন সংঘর্ষে ১১ জন নিহত হয়েছেন। পাশাপাশি পুলিশের অন্তত ৫২ জন সদস্যও আহত হয়েছেন।
প্রসঙ্গত, ‘সাবা সাবা’ শব্দের অর্থ ‘সাত সাত’ (৭ জুলাই)। ১৯৯০ সালের এই দিনে দীর্ঘ একনায়কতান্ত্রিক শাসনের পর কেনিয়ায় বহুজনভিত্তিক গণতন্ত্র ফিরিয়ে আনার দাবিতে বড় আকারের গণআন্দোলন গড়ে ওঠে। সেই স্মৃতিকে ঘিরেই প্রতিবছর এই দিনে নতুন করে রাজপথে নেমে আসেন আন্দোলনকারীরা।
তবে সাম্প্রতিক বছরগুলোতে এই বিক্ষোভ শুধু ঐতিহাসিক দিবসের স্মরণ নয়, বরং প্রেসিডেন্ট উইলিয়াম রুটোর পদত্যাগের দাবিতে রূপ নিয়েছে। বিক্ষোভকারীদের অভিযোগ, দুর্নীতি, দারিদ্র্য, পুলিশি বর্বরতা ও নাগরিক নিখোঁজের ঘটনা ক্রমেই বেড়ে চলেছে।
- এটিআর