নোবেল শান্তি পুরস্কারের জন্য ট্রাম্পকে নেতানিয়াহুর মনোনয়ন

নিউইয়র্ক প্রতিনিধি
প্রকাশ: ০৮ জুলাই ২০২৫, ১০:৪৯

ছবি : সংগৃহীত
ইরান ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধবিরতির প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।
সোমবার (৭ জুলাই) হোয়াইট হাউজে ট্রাম্পের সঙ্গে এক নৈশভোজে বসেন নেতানিয়াহু। সেখানেই তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্রটি ট্রাম্পের হাতে তুলে দেন। নেতানিয়াহু বলেন, ‘আপনি আব্রাহাম চুক্তি করেছেন, একের পর এক দেশে শান্তি প্রতিষ্ঠা করছেন। তাই আমি আপনাকে দিতে চাই সেই চিঠিটি, যেটি আমি নোবেল কমিটিকে পাঠিয়েছি—আপনাকে শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দিয়ে।’
চিঠিটি হাতে নিয়ে ট্রাম্প তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, ‘এটা আমি জানতাম না। ওয়াও। বিশেষ করে আপনার কাছ থেকে আসায়, এটি আমার জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ।’
বিশ্ব রাজনীতিতে সাম্প্রতিক সময়ে ট্রাম্পের বিভিন্ন মধ্যস্থতামূলক প্রচেষ্টা তাকে আবারও নোবেল শান্তি পুরস্কারের আলোচনায় নিয়ে এসেছে। তার সমর্থকদের দাবি, মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার পাশাপাশি ভারত-পাকিস্তান সম্পর্কের টানাপোড়েন কমাতে ভূমিকা রাখায় তিনি নোবেলের যোগ্য।
মাত্র এক সপ্তাহ আগে পাকিস্তান জানায়, কাশ্মীর ইস্যুতে ভারত-পাকিস্তান সংঘাত প্রশমনে ট্রাম্পের ভূমিকার জন্য তারাও তাকে শান্তি পুরস্কারের জন্য সুপারিশ করবে। একই দাবিতে মার্কিন রিপাবলিকান কংগ্রেসম্যান বাডি কার্টারও নোবেল কমিটিকে চিঠি দিয়েছেন।
উল্লেখ্য, অক্টোবর ২০২৩ থেকে ইসরায়েল-হামাস যুদ্ধ চলছে। এই সংঘর্ষ বন্ধে একটি স্থায়ী যুদ্ধবিরতির জন্য পশ্চিমা বিশ্ব, জাতিসংঘ ও আঞ্চলিক শক্তিগুলোর সঙ্গে কাজ করছেন ট্রাম্প।
প্রসঙ্গত, এর আগেও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে আলোচনার মাধ্যমে পারমাণবিক উত্তেজনা কমানোর চেষ্টা এবং আব্রাহাম চুক্তির মধ্যস্থতার সময় ট্রাম্প নিজেই দাবি করেছিলেন, তার এসব উদ্যোগ নোবেল শান্তি পুরস্কার পাওয়ার যোগ্য। যদিও এসব প্রচেষ্টা দীর্ঘমেয়াদি ফল বয়ে আনেনি।
তবুও, বিশ্ব কূটনীতিতে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে ডোনাল্ড ট্রাম্প।
কেই/এমএইচএস