গাজায় যুদ্ধবিরতি নিয়ে ফের ট্রাম্প-নেতানিয়াহু বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৯ জুলাই ২০২৫, ০৭:৪৩

গাজায় সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দ্বিতীয়বারের মতো বৈঠকে বসেছেন। মঙ্গলবার (৮ জুলাই) সন্ধ্যায় হোয়াইট হাউসে অনুষ্ঠিত এই অনানুষ্ঠানিক বৈঠক চলে প্রায় এক ঘণ্টা। তবে বৈঠকটি ছিল গণমাধ্যমের জন্য সম্পূর্ণভাবে নিষিদ্ধ।
বৈঠকের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আমরা প্রায় একমাত্র বিষয় হিসেবে গাজা নিয়ে আলোচনা করব। গাজা একটি ট্র্যাজেডি। আমরা এটা সমাধান করতে চাই। নেতানিয়াহুও তা চান, আমিও চাই এবং আমার মনে হয় অপর পক্ষও তা চায়।
এর আগের দিন সোমবার নেতানিয়াহুর সম্মানে হোয়াইট হাউসে নৈশভোজের আয়োজন করেন ট্রাম্প। চলতি বছর ২০ জানুয়ারি দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর এ নিয়ে তৃতীয়বারের মতো যুক্তরাষ্ট্র সফরে এলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী।
ওয়াশিংটন ডিসি থেকে আল জাজিরার সাংবাদিক মাইক হান্না জানিয়েছেন, বৈঠকটি ছিল অত্যন্ত গোপনীয় এবং সুনির্দিষ্ট কোনো আলোচ্যসূচি বা সিদ্ধান্ত প্রকাশ করা হয়নি। তার মতে, এটি ইঙ্গিত করে যে আলোচনায় কোনো বড় ধরনের অগ্রগতি হয়নি বা কোনো জটিলতা তৈরি হয়েছে, যা উভয় নেতার গত ২৪ ঘণ্টার আশাবাদী অবস্থানকে ছায়াচ্ছন্ন করে দিয়েছে।
বৈঠকের ঠিক আগে প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ জানান, গাজা যুদ্ধবিরতি নিয়ে চারটি প্রধান ইস্যুর মধ্যে তিনটির সমাধান হয়েছে। বর্তমানে একটি বিষয় নিয়ে আলোচনা চলছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এই সপ্তাহের মধ্যেই একটি ৬০ দিনের যুদ্ধবিরতির চুক্তিতে পৌঁছানো সম্ভব হতে পারে। চুক্তির আওতায় ১০ জন জীবিত ও ৯ জন নিহত জিম্মিকে মুক্তি দেওয়া হবে।
তবে মঙ্গলবার মার্কিন কংগ্রেসে প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসনের সঙ্গে সাক্ষাতে নেতানিয়াহু বলেন, আমরা এখনো গাজায় আমাদের কাজ শেষ করিনি। সব জিম্মিকে মুক্ত করতে হবে, হামাসের সামরিক ও শাসন কাঠামো সম্পূর্ণ ধ্বংস করতে হবে।
- এটিআর