Logo

আন্তর্জাতিক

নারী নির্যাতনের অভিযোগ

তালেবানের ২ শীর্ষ নেতার বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৯ জুলাই ২০২৫, ১২:০২

তালেবানের ২ শীর্ষ নেতার বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা

আফগানিস্তানে নারী ও কিশোরীদের ওপর নিপীড়নের অভিযোগে তালেবানের দুই শীর্ষ নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। নেদারল্যান্ডসের হেগে অবস্থিত এ আদালত সোমবার এক বিবৃতিতে জানায়, তালেবানের সর্বোচ্চ নেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদা এবং প্রধান বিচারপতি আব্দুল হাকিম হাক্কানি মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত। খবর বিবিসি’র। 

আইসিসি জানায়, ২০২১ সালে আফগানিস্তানে ক্ষমতা দখলের পর তারা নারী ও মেয়েদের মৌলিক অধিকার থেকে পরিকল্পিতভাবে বঞ্চিত করেছে। বিশেষ করে ১২ বছরের বেশি বয়সী মেয়েদের শিক্ষার অধিকার কেড়ে নেওয়া, নারীদের চাকরি করা নিষিদ্ধ করা এবং প্রকাশ্যে চলাফেরার ওপর কড়াকড়ি আরোপের মতো পদক্ষেপগুলো মানবাধিকারের চরম লঙ্ঘন হিসেবে বিবেচিত।

বিবৃতিতে বলা হয়, ‘যদিও তালেবান সরকার সাধারণ জনগণের ওপর বিভিন্ন বিধিনিষেধ আরোপ করেছে, তবে নারীদের নির্দিষ্ট করে তাদের লিঙ্গের কারণে লক্ষ্যবস্তু করা হয়েছে।’

তালেবান সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা আইসিসিকে স্বীকৃতি দেয় না এবং এই গ্রেপ্তারি পরোয়ানাকে ‘স্পষ্ট শত্রুতামূলক কাজ’ এবং ‘বিশ্বজুড়ে মুসলমানদের বিশ্বাসের প্রতি অবমাননা’ হিসেবে আখ্যায়িত করেছে।

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বলছে, তালেবানের এই পদক্ষেপগুলো জাতিসংঘ ঘোষিত ‘লিঙ্গভিত্তিক বর্ণবাদের’ পরিভাষার মধ্যে পড়ে।

জাতিসংঘের প্রতিবেদনেও বলা হয়েছে, আফগান নারীদের ওপর আরোপিত নিষেধাজ্ঞাগুলো মানবাধিকারের চরম লঙ্ঘন।

তালেবানের শীর্ষ নেতা আখুন্দজাদা ২০১৬ সাল থেকে সংগঠনের সর্বোচ্চ পদে রয়েছেন এবং ২০২১ সালের আগস্টে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বাহিনী দেশ ছেড়ে যাওয়ার পর ‘ইসলামিক আমিরাত অফ আফগানিস্তান’-এর শীর্ষ নেতা হিসেবে দায়িত্ব পালন করছেন।

অন্যদিকে, হাক্কানি তালেবান প্রতিষ্ঠাতা মোল্লা ওমরের ঘনিষ্ঠ ছিলেন এবং ২০২০ সালে যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনায় তালেবান প্রতিনিধিত্ব করেছিলেন।

আইসিসির এই সিদ্ধান্ত আফগানিস্তানে তালেবান শাসনের অধীনে থাকা নারীদের দুর্দশার আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে। মানবাধিকার সংগঠনগুলো এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে এবং আরও কঠোর আন্তর্জাতিক চাপের আহ্বান জানিয়েছে।

এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর