নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা : ৮ মরদেহ উদ্ধার, নিখোঁজ ৩১

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৯ জুলাই ২০২৫, ১৩:০০

নেপাল-চীন সীমান্তের ভোতেকোশি নদীতে ভয়াবহ বন্যায় ভেসে গেছে দুই দেশের বন্ধুত্বের প্রতীক 'ফ্রেন্ডশিপ ব্রিজ'। এ ঘটনায় এখন পর্যন্ত ৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও অন্তত ৩১ জন। এদের মধ্যে ২০ জন নেপালি ও ১১ জন চীনা নাগরিক।
বুধবার (৮ জুলাই) এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু জানিয়েছে, ভারী বর্ষণের কারণে হঠাৎ করেই নদীর পানি বিপজ্জনকভাবে বেড়ে যায়। তীব্র স্রোতে ভেসে যায় চীন-নেপাল সংযোগ সেতু। এতে আশপাশের অবকাঠামো ও ব্যবসা প্রতিষ্ঠানও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
নেপালের রাসুওয়া জেলার এক প্রশাসনিক কর্মকর্তা অর্জুন পাউডেল জানান, নিখোঁজ চীনা নাগরিকরা কাঠমান্ডু থেকে ৮০ কিলোমিটার উত্তরে একটি অভ্যন্তরীণ কন্টেইনার ডিপোতে কাজ করছিলেন। সেটি চীনের অর্থায়নে নির্মিত।
তিনি বলেন, ‘বন্যার পানিতে চীন থেকে আসা বেশ কয়েকটি পণ্যবাহী কন্টেইনারও ভেসে গেছে। এতে কোটি কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’
এদিকে উদ্ধারকাজ চালাচ্ছে সেনাবাহিনী, পুলিশ ও দমকল বাহিনী। তবে প্রবল স্রোতের কারণে উদ্ধার তৎপরতায় ব্যাঘাত ঘটছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
নেপালের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বন্যার কারণ ও ক্ষয়ক্ষতির বিশ্লেষণে তারা আন্তর্জাতিক মহাকাশভিত্তিক সংস্থা ‘সেন্টিনেল এশিয়া’র সঙ্গে কাজ করছে।
গত কয়েক বছর ধরে নেপালে ব্যাপক হারে বিনিয়োগ বাড়িয়েছে চীন। রাস্তাঘাট, হাসপাতাল, বিদ্যুৎকেন্দ্রসহ নানা অবকাঠামো উন্নয়নে জড়িয়ে আছে দেশটি। তবে বর্ষায় বারবার প্রাকৃতিক দুর্যোগে এসব প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে।
- এটিআর