বাবার জানাজায় যাচ্ছিলেন, পথে দুই ভাইকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১১ জুলাই ২০২৫, ১০:০৭

পাকিস্তানের বেলুচিস্তানে যাত্রীবাহী বাস থামিয়ে গুলি করে হত্যা করা ৯ জনের মধ্যে দুইজন ছিলেন আপন ভাই। পাঞ্জাবে বাবার জানাজায় অংশ নিতে পরিবারের সঙ্গে ফিরছিলেন তারা। কিন্তু পথেই প্রাণ হারান সশস্ত্র হামলায়। শুক্রবার (১১ জুলাই) ভোররাতে বেলুচিস্তানের ঝোব জেলার সরা ডাকেই এলাকায় এই হত্যাকাণ্ড ঘটে।
নিহত দুই ভাইয়ের নাম উসমান ও জাবির। তাদের ছোট ভাই সাবির সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় জানান, বৃহস্পতিবার (১০ জুলাই) তাদের বাবার ইন্তেকাল হয়েছে। আজ সকাল ৯টায় তার নামাজে জানাযা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সেই জানাজায় অংশ নিতেই উসমান ও জাবির পরিবারের সদস্যদের নিয়ে পাঞ্জাবে ফিরছিলেন। কিন্তু পথে বাস থামিয়ে বন্ধুকধারীরা তাদের হত্যা করে।
বেলুচিস্তান সরকারের মুখপাত্র শাহিদ রিন্দ বলেন, এটি পাকিস্তানের অভ্যন্তরীণ ঐক্য বিনষ্ট করার একটি নৃশংস অপচেষ্টা। যারা এই হামলার পেছনে রয়েছে, তাদের দ্রুত শনাক্ত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি বলেন, “পিতার শোকের মধ্যে থাকা সন্তানদের নির্মমভাবে হত্যা করা মানবতাবিরোধী অপরাধ। আমরা তাদের পরিবারগুলোর সঙ্গে গভীরভাবে শোকাহত।
উল্লেখ্য, নিহতদের মরদেহ পাঞ্জাবে পৌঁছে দেওয়ার জন্য ৫টি অ্যাম্বুলেন্স ইতিমধ্যে পাঠানো হয়েছে। নিরাপত্তা বাহিনী হামলাকারীদের ধরতে অভিযান চালিয়ে যাচ্ছে।
সূত্র : এক্সপ্রেস ট্রিবিউন উর্দু
- এটিআর