Logo

আন্তর্জাতিক

গাজার ত্রাণকেন্দ্রে ফের রক্তনদী, একদিনে নিহত ১১০

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৩ জুলাই ২০২৫, ০৭:৪৭

গাজার ত্রাণকেন্দ্রে ফের রক্তনদী, একদিনে নিহত ১১০

গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বর হামলা অব্যাহত রয়েছে। শনিবার (১২ জুলাই) উপত্যকাটিতে ইহুদিবাদীদের হামলায় প্রাণ হারিয়েছেন আরও অন্তত ১১০ জন ফিলিস্তিনি। নিহতদের মধ্যে ৩৪ জন খাদ্য সহায়তা নিতে ত্রাণকেন্দ্রে দাঁড়িয়ে ছিলেন (খবর আল জাজিরার)।

প্রত্যক্ষদর্শীদের দাবি, রাফাহর আল-শাকুশ এলাকায় কোনো ধরনের পূর্ব সতর্কতা ছাড়াই গুলি চালায় ইসরায়েলি সেনারা। হামলার শিকার বেশিভাগ মানুষ খাদ্যের জন্য অপেক্ষা করছিলেন।

খান ইউনুসের নাসের হাসপাতালে বসে নিহত বন্ধুর মরদেহের পাশে কান্নায় ভেঙে পড়েন সামির শাআত। তিনি বলেন, ‘খাবার নেওয়ার জন্য যে ব্যাগ হাতে নিয়েছিলাম, সেটা এখন মরদেহ ঢাকার কাপড় হয়ে গেছে। এমন বর্বরতা পৃথিবী কখনও দেখেনি।’

বেঁচে যাওয়া আরেকজন জানান, ‘প্রথমে আমাদের লাইনে দাঁড় করাল, ব্যাগ ধরিয়ে দিল, তারপর শিকার করা হাঁসের মতো গুলি চালাল। এমন প্রতারণা আর গণহত্যা একসাথে দেখা যায় না।’

আল জাজিরার গাজা প্রতিনিধি তারেক আবু আজজুম জানান, ইসরায়েলি সেনারা গুলি চালানোর আগে কোনো সতর্কতা দেয়নি। জিএইচএফ-এর রাফাহ কেন্দ্রটি এখন পুরো অঞ্চলের একমাত্র খাদ্য বিতরণ পয়েন্ট। ফলে হাজারো মানুষ এখানে খাদ্যের আশায় ভিড় করছে।

গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মে মাসের শেষ দিক থেকে এখন পর্যন্ত শুধু জিএইচএফ কেন্দ্রগুলোর আশপাশেই প্রাণ গেছে ৮০০ জনেরও বেশি ফিলিস্তিনির। একই সময়ে আহত হয়েছেন আরও ৫ হাজার।

  • এটিআর

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গাজা ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর