Logo

আন্তর্জাতিক

প্রতিবেদন

বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে চলেছে ভারত

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৩ জুলাই ২০২৫, ০৮:২৫

বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে চলেছে ভারত

আগামী ২৫ বছরের মধ্যে ভারত বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে চলেছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক থিঙ্কট্যাংক সংস্থা পিউ রিসার্চ সেন্টার। সম্প্রতি এক প্রতিবেদনে চাঞ্চল্যকর এই দাবি জানায় তারা। 

প্রতিবেদনে বলা হয়েছে, গত একদশকে বিশ্বে মুসলিমদের জনসংখ্যা বেড়েছে ৩৪ দশমিক ৭ কোটি। যা অন্যসব ধর্মের মোট জনসংখ্যার বৃদ্ধির চেয়েও বেশি। ২০১০ সালে বিশ্বজুড়ে মুসলিমদের সংখ্যা ছিল ২৩ দশমিক ৯ শতাংশ, ২০২০ সালে তা হয়েছে ২৫.৬ শতাংশ। এর কারণ হিসেবে পিউ রিসার্চ সেন্টার বলেছে, মুসলিমদের জন্মহার মৃত্যু হারের চেয়ে অনেক বেশি।

মুসলিম জনসংখ্যার সবচেয়ে বেশি বৃদ্ধি দেখা গিয়েছে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে। পিউ-এর রিপোর্ট অনুযায়ী, ২০৫০ সালের মধ্যে বিশ্বের মুসলিম জনসংখ্যা পৌঁছাবে ২৮০ কোটিতে। সেই হিসেবে ২০৫০ সালের মধ্যে ইন্দোনেশিয়াকে পিছনে ফেলে বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যার দেশ হয়ে উঠবে ভারত।

কারণ হিসেবে সংস্থাটি বলছে, ২০১০ সালে ভারতে হিন্দুদের জনসংখ্যা ছিল ৮০ শতাংশ। ২০২০ সালে সেটা কিছুটা কমে দাঁড়িয়েছে ৭৯ শতাংশে। অন্যদিকে একই সময়ে দেশটিতে মুসলিমদের জনসংখ্যা ১৪ দশমিক ৩ শতাংশ থেকে বেড়ে দাঁড়িয়েছে ১৫ দশমিক ২ শতাংশে। অর্থাৎ ১০ বছরে ভারতে মুসলিমদের জনসংখ্যা ৩ দশমিক ৫৬ কোটি বেড়েছে। এই বৃদ্ধির জন্য অধিক প্রজননকেই দায়ী করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, মুসলিমদের পর বিশ্বে সবচেয়ে বেশি জনসংখ্যা বৃদ্ধির হার নাস্তিকদের। ২৭ কোটি বেড়ে বর্তমানে নাস্তিকদের সংখ্যা  ১৯০ কোটিতে পৌঁছেছে। পিউ রিসার্চ সেন্টারের দাবি, বিশ্বের মোট জনসংখ্যার ২৪ দশমিক ২ শতাংশ মানুষ নাস্তিক।

  • এটিআর

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ভারত

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর