Logo

আন্তর্জাতিক

যুক্তরাজ্যে উড্ডয়নের পরই বিমান বিধ্বস্ত

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ০৯:১৭

যুক্তরাজ্যে উড্ডয়নের পরই বিমান বিধ্বস্ত

যুক্তরাজ্যে উড্ডয়নের পরই বিমান বিধ্বস্ত। ছবি : সংগৃহীত

যুক্তরাজ্যের দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডের এসেক্স জেলার সাউথএন্ড বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই একটি বিচক্র্যাফট বি ২০০ মডেলের উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। 

স্থানীয় সময় রোববার (১৩ জুলাই) বিকেল ৪টার দিকে ঘটে এ দুর্ঘটনা ঘটে।

এসেক্স পুলিশ জানিয়েছে, ১২ মিটার দীর্ঘ উড়োজাহাজটি ওড়ার কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ে এবং সঙ্গে সঙ্গেই আগুন ধরে যায়। দাউদাউ করে জ্বলতে থাকে বিমানের ভগ্নাবশেষ। যার কালো ধোঁয়ায় ঢেকে যায় আশপাশের এলাকা।

এসেক্স পুলিশের বিবৃতিতে জানানো হয়, আমাদের পুলিশ সদস্য ও জরুরি পরিষেবা কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছেন এবং উদ্ধারকাজ পরিচালনা করছেন। সাধারণ মানুষকে অনুরোধ করছি, উদ্ধারকাজ শেষ না হওয়া পর্যন্ত যেন তারা বিমানবন্দর এলাকা এড়িয়ে চলেন।

দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। উড়োজাহাজটিতে কতজন যাত্রী ছিলেন, তা নিশ্চিত করেনি পুলিশ। দুর্ঘটনায় হতাহতের কোনো তথ্যও এখন পর্যন্ত পাওয়া যায়নি।

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিমান দুর্ঘটনা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর