Logo

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে গাঁজার খামারে অভিযান, ৩৬১ অভিবাসী গ্রেপ্তার

Icon

নিউইয়র্ক প্রতিনিধি

প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ১৩:০১

যুক্তরাষ্ট্রে গাঁজার খামারে অভিযান, ৩৬১ অভিবাসী গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় গাঁজার খামারে অভিযান, ৩৬১ অভিবাসী গ্রেপ্তার। ছবি : বাংলাদেশের খবর

যুক্তরাষ্ট্রে গাঁজার খামারে চালানো অভিযানে ৩৬১ জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস)। একইসাথে মানবপাচারের শিকার সন্দেহে ১৪ জন অভিবাসী শিশুকে উদ্ধার করা হয়েছে।

স্থানীয় সময় রোববার রাতে ক্যালিফোর্নিয়ায় দুটি গাঁজার খামারে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গত সপ্তাহের শেষ দিকে ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) ও কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন (সিবিপি)-এর কর্মকর্তারা ক্যালিফোর্নিয়ার কামারিলো এবং কার্পিন্টেরিয়ার দুটি গাঁজা খামারে অভিযান চালান। অভিযান শুরুর পরপরই ডেমোক্র্যাটদের কাছ থেকে তীব্র সমালোচনা আসে। তাদের অভিযোগ, এসব অভিযান মূলত খামারের শ্রমিকদের লক্ষ্য করে পরিচালিত হয়েছে। তবে ট্রাম্প প্রশাসন এ অভিযোগ অস্বীকার করেছে।

ডিএইচএস জানিয়েছে, গ্রেপ্তার হওয়া অবৈধ অভিবাসীর সংখ্যা বেড়ে ৩৬১ জনে পৌঁছেছে। তাদের মধ্যে অনেকের বিরুদ্ধেই ধর্ষণ, ধারাবাহিক চুরি, ‘হিট অ্যান্ড রান’ ও মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর (ডিইউআই) মতো অপরাধের রেকর্ড রয়েছে। শুক্রবারের প্রতিবেদনে জানানো হয়, ১৪ জন অভিবাসী শিশুকে উদ্ধার করা হয়েছে। এ সংখ্যাটি অপরিবর্তিত রয়েছে।

ডিএইচএস এক বিবৃতিতে জানায়, এ অভিযান ট্রাম্প প্রশাসনের আমলে অন্যতম বৃহৎ অভিযানে পরিণত হয়েছে। আমরা এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছি।

রোববার রাতে ফক্স নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে ডিএইচএস-এর সহকারী সচিব ট্রিসিয়া ম্যাকলাফলিন নতুন এ পরিসংখ্যান তুলে ধরেন এবং গ্রেপ্তারকৃতদের ‘ভয়ংকর অপরাধমূলক ইতিহাস’ সম্পর্কে জানান।

তিনি বলেন, ‘আমরা এমন ৩৬১ জন অবৈধ অভিবাসীকে আটক করেছি। যাদের অপরাধের তালিকায় রয়েছে অপহরণ, শিশু নিপীড়ন, ধর্ষণ, ধারাবাহিক চুরি ও হিট অ্যান্ড রান। এরা কেউই আমাদের সমাজে বেআইনিভাবে থাকার উপযুক্ত নয়—বিশেষ করে শিশুদের আশেপাশে তো নয়ই।’

ডিএইচএস জানায়, তারা দুটি খামারের বিরুদ্ধেই ফৌজদারি অনুসন্ধান পরোয়ানা পেয়েছিল। শিশু অভিবাসীদের জোরপূর্বক শ্রম, মানবপাচার ও শোষণের আশঙ্কায় এসব অভিযান পরিচালিত হয়েছে।

ইমা/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

যুক্তরাষ্ট্র

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর