গাজায় গণহত্যায় অংশ নেওয়া আরও এক ইসরায়েলি সেনার আত্মহত্যা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৫ জুলাই ২০২৫, ১০:১৬
-6875d6103c364.jpg)
ইসরায়েল অধিকৃত সিরিয়ার গোলান মালভূমির একটি সামরিক ঘাঁটি থেকে এক ইসরায়েলি সেনার মরদেহ উদ্ধার করা হয়েছে। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। নিহত সেনা সম্প্রতি গাজা উপত্যকায় সামরিক অভিযানে অংশ নিয়েছিলেন।
মঙ্গলবার (১৫ জুলাই) তুর্কি সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে বলা হয়, গত ১০ দিনের মধ্যে এটি তৃতীয়বারের মতো কোনো সক্রিয় সেনার আত্মহত্যার ঘটনা। নিহত সেনা ‘নাহাল ব্রিগেড’-এর সদস্য ছিলেন বলে জানিয়েছে ইসরায়েলের স্থানীয় টেলিভিশন চ্যানেল ১২।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার তদন্ত শুরু করেছে সামরিক পুলিশ। তবে সেনার পরিচয় ও আত্মহত্যার সম্ভাব্য কারণ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
স্থানীয় সংবাদমাধ্যমগুলোর তথ্যমতে, চলতি বছর এখন পর্যন্ত অন্তত ১৫ জন ইসরায়েলি সেনা আত্মহত্যা করেছেন। গাজায় চলমান যুদ্ধে অংশ নেওয়ার পর থেকে এই প্রবণতা বেড়েছে বলে ধারণা করা হচ্ছে।
সবশেষ, গত ৬ জুলাই সাফেদ শহরের কাছে একটি জঙ্গলে আরও এক রিজার্ভ সেনা আত্মহত্যা করেন। ইসরায়েল হায়োম পত্রিকার হিসাব অনুযায়ী, ২০২৪ সালে ২১ জন সেনা আত্মহত্যা করেছেন। আর হারেৎজের তথ্য অনুসারে, গাজায় অভিযান শুরুর পর থেকে আত্মহত্যার সংখ্যা পৌঁছেছে ৪২-এ।