Logo

আন্তর্জাতিক

গাজায় ২৪ ঘণ্টায় নিহত ৯৩

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৭ জুলাই ২০২৫, ০৭:৪৯

গাজায় ২৪ ঘণ্টায় নিহত ৯৩

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের টানা হামলায় মৃত্যুর মিছিল থামছেই না। গত ২৪ ঘণ্টায় আরও অন্তত ৯৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদের মধ্যে ৩০ জন ছিলেন খাদ্য সহায়তার জন্য অপেক্ষমাণ।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, এ পর্যন্ত ইসরায়েলি অভিযানে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৮ হাজার ৫৭৩ জনে। আহত হয়েছেন আরও ১ লাখ ৩৯ হাজার ৬০৭ জন।

এদিকে সিরিয়ার রাজধানী দামেস্কসহ বিভিন্ন স্থানে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এসব হামলায় অন্তত তিনজন নিহত ও অনেকেই আহত হয়েছেন। হামলার লক্ষ্য ছিল সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ভবন এবং প্রেসিডেন্ট প্রাসাদের নিকটবর্তী এলাকাসহ বেশ কয়েকটি সামরিক স্থাপনা।

সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘‘এই হামলা ‘সিরিয়ায় অস্থিতিশীলতা ও বিশৃঙ্খলা সৃষ্টির চক্রান্ত’। আমরা এর তীব্র নিন্দা জানাই।’’

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে ইসরায়েলে চালানো হামলায় অন্তত ১ হাজার ১৩৯ জন নিহত হন এবং ২০০–র বেশি মানুষকে জিম্মি করে নিয়ে যাওয়া হয়। এর প্রতিক্রিয়াতেই ইসরায়েল গাজায় সামরিক অভিযান শুরু করে, যা এখন পর্যন্ত চলছে।

বেসামরিক মানুষের প্রাণহানি নিয়ে উদ্বেগ বাড়ছে আন্তর্জাতিক মহলেও। তবু যুদ্ধের আগুন থামছেই না।

সূত্র : আল জাজিরা

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গাজা ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর