আলাস্কায় ৭.৩ মাত্রার ভূমিকম্প, সুনামি পরামর্শ জারি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৭ জুলাই ২০২৫, ১০:০৫
-68787673260b3.jpg)
আলাস্কা | ছবি : সংগৃহীত
আলাস্কার দক্ষিণ উপকূলে বুধবার (১৬ জুলাই) ভোরে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ৩। এ ঘটনায় প্রাথমিকভাবে সুনামি সতর্কতা জারি করা হলেও পরে সেটি কমিয়ে এনে ‘সুনামি পরামর্শ’ হিসেবে কার্যকর রাখা হয়।
সুনামি পরামর্শ জারি ছিল হোমার শহর থেকে শুরু করে ইউনিম্যাক পাস পর্যন্ত প্রায় ১ হাজার ১২৬ কিলোমিটারজুড়ে। অঞ্চলটি তুলনামূলকভাবে জনবিরল হলেও এতে বেশ কয়েকটি শহর রয়েছে। এর মধ্যে কোডিয়াক শহরে প্রায় ৫ হাজার ২০০ এবং উনালাস্কায় প্রায় ৪ হাজার ১০০ জনের বসবাস।
আলেউশিয়ান দ্বীপমালার পপোফ দ্বীপের স্যান্ড পয়েন্ট গ্রামে প্রথম সুনামি তরঙ্গ আঘাত হানতে পারে বলে ধারণা করা হচ্ছিল। তবে ভূমিকম্পের এক ঘণ্টা পরও সেখানে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
আলাস্কার জরুরি ব্যবস্থাপনা বিভাগের মুখপাত্র জেরেমি জিডেক বলেন, আমরা আগে এমন ভূমিকম্প দেখেছি যেখানে বড় ধরনের সুনামি হয়নি। তবু আমরা পুরো বিষয়টি গুরুত্বের সঙ্গে নিচ্ছি।
ভূমিকম্পের পর উনালাস্কা শহরের বাসিন্দাদের অন্তত ৫০ ফুট উচ্চতায় বা ১ দশমিক ৬ কিলোমিটার ভেতরের দিকে সরে যেতে বলা হয়। কিং কোভ শহরের বাসিন্দাদেরও উপকূলীয় এলাকা থেকে উঁচু স্থানে সরিয়ে নেওয়া হয়।
কোডিয়াক পুলিশ বিভাগ সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় জানায়, স্থানীয় প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়কে জরুরি আশ্রয়কেন্দ্র হিসেবে খুলে দেওয়া হয়েছে।
এদিকে, আঙ্করেজ শহরের বাসিন্দারাও সতর্কবার্তা পেয়েছেন। তবে শহরের জরুরি ব্যবস্থাপনা বিভাগ নিশ্চিত করেছে, আঙ্করেজের জন্য কোনো সুনামির আশঙ্কা নেই।
অন্যদিকে ওয়াশিংটন ও হাওয়াইয়ের জরুরি ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, আলাস্কার এই ভূমিকম্পের কারণে তাদের রাজ্যে কোনো সুনামির ঝুঁকি নেই। গভীর সমুদ্রের ডার্ট বুয়ি থেকে সংগ্রহ করা তথ্য বিশ্লেষণ করে তারা এ সিদ্ধান্ত নেয়।
সূত্র : দ্য গার্ডিয়ান