Logo

আন্তর্জাতিক

পাকিস্তান

রাষ্ট্রবিরোধী কার্যক্রমের অভিযোগে ইমরান খানের বোনকে নোটিশ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৭ জুলাই ২০২৫, ১০:৩৬

রাষ্ট্রবিরোধী কার্যক্রমের অভিযোগে ইমরান খানের বোনকে নোটিশ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বড় বোন আলিমা খান | ছবি : সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে ‘রাষ্ট্রবিরোধী কার্যক্রমে’ জড়িত থাকার অভিযোগে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বড় বোন আলিমা খানকে নোটিশ দিয়েছে দেশটির জাতীয় সাইবার অপরাধ তদন্ত সংস্থা (এনসিসিআইএ)।

পাকিস্তানি সংবাদমাধ্যম ডন নিউজের খবরে বলা হয়েছে, এনসিসিআইএ-এর লাহোর জোন থেকে আলিমা খানকে বৃহস্পতিবার (১৭ জুলাই) ব্যক্তিগতভাবে দপ্তরে হাজির হতে বলা হয়েছে।

নোটিশে উল্লেখ করা হয়, আলিমা খানের পক্ষ থেকে অভিযোগ বিষয়ে ব্যাখ্যা এবং তার বক্তব্য গ্রহণ করতেই তাকে তলব করা হয়েছে।

নোটিশে আরও বলা হয়, আলিমা খান সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে নির্ধারিত দিনে হাজির না হলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।

এ বিষয়ে আলিমা খান বা পিটিআইয়ের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানা যায়নি।

উল্লেখ্য, সম্প্রতি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার ঘনিষ্ঠদের বিরুদ্ধে বিভিন্ন পর্যায়ে মামলা ও জিজ্ঞাসাবাদের মুখে পড়তে দেখা যাচ্ছে। দলটির শীর্ষ নেতাদের অনেকে ইতোমধ্যে গ্রেপ্তার বা রাজনৈতিক নিষেধাজ্ঞার মুখোমুখি হয়েছেন।

সূত্র : ডন 

  • এটিআর

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

পাকিস্তান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর