Logo

আন্তর্জাতিক

স্কুলে ঢুকে প্রশ্নপত্র চুরি, শিক্ষকসহ শিক্ষার্থীর মা গ্রেপ্তার

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৭ জুলাই ২০২৫, ১২:২৯

স্কুলে ঢুকে প্রশ্নপত্র চুরি, শিক্ষকসহ শিক্ষার্থীর মা গ্রেপ্তার

প্রতীকী ছবি

দক্ষিণ কোরিয়ায় একটি উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে প্রবেশ করে পরীক্ষার প্রশ্নপত্র চুরির অভিযোগে এক শিক্ষক ও শিক্ষার্থীর মা’কে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৪ জুলাই) রাজধানী সিউল থেকে প্রায় ২৭০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত আন্দং শহরের একটি হাইস্কুলে এ ঘটনা ঘটে। অভিযুক্তরা স্কুলে ঢোকার সঙ্গে সঙ্গে নিরাপত্তা অ্যালার্ম বেজে ওঠে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

আন্দং পুলিশ স্টেশনের এক তদন্ত কর্মকর্তা জানিয়েছেন, গ্রেপ্তার হওয়া দুজন হলেন ৩১ বছর বয়সী এক নারী শিক্ষক এবং ৪৮ বছর বয়সী এক শিক্ষার্থীর মা। তারা দুজনেই অপরাধের কথা স্বীকার করেছেন।

পুলিশ জানায়, ওই শিক্ষার্থীকে ব্যক্তিগত টিউশন দিতেন অভিযুক্ত শিক্ষক। তিনি আগে ওই স্কুলেই কর্মরত ছিলেন, তবে গত বছরের ফেব্রুয়ারিতে চাকরি ছেড়ে দেন।

পুলিশের ধারণা, তারা এর আগেও একইভাবে প্রশ্নপত্র চুরির মতো কাজ করে থাকতে পারেন এবং এর মাধ্যমে ওই শিক্ষার্থীকে পরীক্ষায় ভালো ফল অর্জনে সহায়তা করা হয়েছে। এ ক্ষেত্রে শিক্ষক ও অভিভাবকের মধ্যে আর্থিক লেনদেনও হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।

এ ঘটনার তদন্ত চলছে। এ ছাড়া অতীতের অনুরূপ কোনো অভিযোগ রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, দক্ষিণ কোরিয়ায় শিক্ষার প্রতি অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বার্ষিক পরীক্ষায় এতটাই গুরুত্ব দেওয়া হয় যে, ইংরেজি মৌখিক পরীক্ষার সময় আকাশপথে উড়োজাহাজ চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। তাই শিক্ষাসংশ্লিষ্ট যেকোনো অপরাধের বিরুদ্ধে দেশটির প্রশাসন কঠোর পদক্ষেপ গ্রহণ করে থাকে।

সূত্র : ডন 

  • এটিআর

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গ্রেপ্তার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর